দিল্লি, 27 মে : আজ জওহরলাল নেহরুর 56তম মৃত্যুবার্ষিকী । তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, "দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুজির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই ।"
1964 সালের 26 মে দেরাদুন থেকে ফিরে নিজের বাড়িতেই ছিলেন জওহরলাল নেহরু । 27 তারিখ সকালে অসুস্থ বোধ করেন । তারপরই জ্ঞান হারান তিনি । দুপুর 2 টোয় লোকসভায় ঘোষণা করা হয়, তাঁর মৃত্যুর কথা । চিকিৎসকরা জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । আজ তাঁর 56তম মৃত্যুবার্ষিকী ।