পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নতুন শিক্ষানীতি : প্রধানমন্ত্রী - নয়া শিক্ষানীতি

নয়া শিক্ষানীতি নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ।

narendra modi
প্রধানমন্ত্রী

By

Published : Aug 7, 2020, 11:25 AM IST

Updated : Aug 7, 2020, 11:49 AM IST

দিল্লি, 7 অগাস্ট : গত 29 জুলাই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেই শিক্ষানীতি কেমন, কেন বদল আনা হল শিক্ষানীতিতে সেই বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷

একনজরে প্রধানমন্ত্রীর বক্তব্য -

  • এই শিক্ষানীতিকে সফল করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । সবার জন্য এটি একটি মহাযজ্ঞ । সকলের যোগদান আবশ্যক ।
  • সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে এই নয়া শিক্ষানীতি ।
  • এটি কোনও সার্কুলার নয় । সফল করার জন্য ইচ্ছাশক্তির প্রয়োজন । তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে ।
  • শিক্ষকরাই পড়ুয়াদের স্বপ্ন দেখাতে পারেন । শিক্ষকদের ট্রেনিং ঠিকঠাক হলে তবেই সমাজ এগিয়ে যাবে ।
  • শিক্ষানীতিতে শিক্ষকদের ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়েছে ।
  • নতুন শিক্ষানীতি পাঠ্যবই নির্ভর নয় । এই শিক্ষানীতিতে বইয়ের ভার কমবে ৷
  • চাকরি অনুযায়ী পড়ুয়ারা পড়াশোনা করতে পারবে ।
  • দেশ গঠনে ভূমিকা নেবে এই শিক্ষানীতি ।
  • নতুন প্রজন্মকে তৈরি করবে নতুন শিক্ষানীতি ।
  • বাচ্চারা যাতে শিখতে পারে সেজন্য নতুন নতুন নীতি নির্ধারণ করা হয়েছে ।
  • নতুন শিক্ষানীতিতে ''হাউ টু থিঙ্ক''-কে প্রাধান্য দেবে ।
  • মাতৃভাষায় শিক্ষা শিশুদের সমৃদ্ধ করবে ।
  • মাতৃভাষা গুরুত্বপূর্ণ, সেকারণে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে ।
  • দেশের যুবসমাজ ও তাদের অগ্রগতির কথা মাথায় রেখে নতুন শিক্ষানীতি ।
  • গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষানীতিতে বদল আনা দরকার ছিল ।
  • বিশ্ব বদলাচ্ছে, বদলাচ্ছে সময়, তার সাথে পাল্লা দিয়ে শিক্ষানীতিতে বদল আনা জরুরি ছিল ।
  • বিশ্ব শিক্ষানীতি থেকে অনুপ্রাণিত এই নীতি ।
  • বহু আলোচনার পর এই শিক্ষানীতি গৃহীত হয়েছে ।
  • শিক্ষানীতি নিয়ে কনক্লেভ গুরুত্বপূর্ণ ।
Last Updated : Aug 7, 2020, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details