পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষকদের সঙ্গে অন্যায় করছেন প্রধানমন্ত্রী : সোনিয়া

সোনিয়া গান্ধি বলেন, কংগ্রেস সব সময় কৃষকদের সঙ্গে রয়েছে । নতুন কৃষি আইনের বিরোধিতা করা হবে বলেও বলেন তিনি ।

Soniya gandhi
Soniya gandhi

By

Published : Oct 2, 2020, 2:49 PM IST

দিল্লি, 2 অক্টোবর : নতুন কৃষি আইন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে অন্যায় করছেন ।

মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন কৃষি আইনকে আক্রমণ করে গান্ধিজি ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গ টানেন কংগ্রেস সভানেত্রী । গান্ধিজি বলেছিলেন, গ্রামেই ভারতের আত্মা বাস করে । আর শাস্ত্রী বলেছিলেন, জয় জওয়ান, জয় কিষাণ । গান্ধিজি ও শাস্ত্রীর বক্তব্য টেনে তিনি বলেন, " কংগ্রেস সরকারের আমলে কোনও বিল এভাবে পাশ হয়নি । কিন্তু এই সরকার কোনও রকম আলোচনা ছাড়াই বিল পাশ করছে ।" পাশাপাশি তিনি বলেন, কংগ্রেস সব সময় কৃষকদের সঙ্গে রয়েছে । নতুন এই আইনের বিরোধিতা করা হবে বলেও বলেন তিনি ।

মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, " এই প্যানডেমিক পরিস্থিতিতে কৃষকদের জনই গরিব মানুষেরা রেশন পাচ্ছেন । কিন্তু এই সরকার হোর্ডারদের তুলে ধরতে চায় । আর কৃষকদের তাদের নিজেদের জমিতেই শ্রমিক বানাতে চায় । " ইতিমধ্যেই নতুন কৃষি আইনের বিরোধিতা করে দেশের নানান প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা । আগামীকাল থেকে 5 অক্টোবর পর্যন্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধি পঞ্জাবে ট্রাক্টর ব়্যালি করতে চলেছেন । পঞ্জাবের সমস্ত মন্ত্রী, কংগ্রেস বিধায়করা ব়্যালিতে উপস্থিত থাকবেন।

ABOUT THE AUTHOR

...view details