পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মন কি বাত : রাষ্ট্রীয় সৈনিক স্মারকের ঘোষণা প্রধানমন্ত্রীর - narendra modi

নরেন্দ্র মোদি

By

Published : Feb 24, 2019, 11:27 AM IST

Updated : Feb 24, 2019, 11:50 AM IST

2019-02-24 11:08:33

মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি : অল ইন্ডিয়া রেডিওতে আজ মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • মে মাসে ফের মন কি বাত নিয়ে ফিরছি
  • মন কি বাত-এর মাধ্যমে আমি প্রত্যেকটা পরিবারের সাথে যোগাযোগ রাখি
  • সকল পরীক্ষার্থীদের শুভকামনা
  • 'পদ্ম' উপাধি তাদেরই দেওয়া হয় যাঁরা তৃণমূল স্তরে পরিশ্রম করে সফলতা পায়
  • ২৯ ফেব্রুয়ারি মোরারজি দেশাইজির জন্মদিন। যেদিনটা ৪ বছরে একবার আসে
  • মার্গ দর্শনের জন্য যদি কাউকে অনুকরণ করতে হয় তিনি হলেন ভগবান বিরশা মুন্ডা
  • তিনি শুধু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেননি। তিনি আদিবাদীদের অধিকারের জন্যও লড়েছিলেন
  • দেশের জন্য বহু মানুষ নিজেকে বলিদান দিয়েছেন। কিন্তু, দুর্ভাগ্য এদের ত্যাগ, বলিদান নজওয়ানের কাছে পৌঁছায়নি
  • জামসেদজি টাটার অবদান ভোলার নয়
  • ৩ মার্চ বিরশা মুন্ডাকে গ্রেপ্তার করা হয়েছিল। আবার ওইদিনই জামশেদজি টাটার জন্মদিন। ওঁনাদের দুজনেরই ঝাড়খন্ডের পিছনে অবদান রয়েছে
  • জঙ্গিরা যে ভাষা বোঝে সেভাষাতেই জওয়ানরা তাদের জবাব দেয়
  • রাষ্ট্রীয় সৈনিক স্মারক হবে, তাতে চারটি চক্র থাকবে
  • দেশের মহান শহিদের বিষয়ে জানতে পারবেন
  • তাঁদের কৃতজ্ঞতা জানাবেন
  • দেশ যাতে সুরক্ষিত থাকে সেজন্য জওয়ানরা নিজেদের জীবন বলিদান দিয়েছেন
  • গত বছর ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল দেশের জন্য উৎসর্গ করার সুয়োগ পেয়েছিলাম
  • এটা সবাই দেখতে উৎসুক হয়
Last Updated : Feb 24, 2019, 11:50 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details