মুম্বই, 23 ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশে বা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে দিল্লির মতো যেখানে যেখানে BJP সরকার ক্ষমতায় আছে, সেখানেই শাহিনবাগের মতো 60 দিনের উপর প্রতিবাদ চলতে থাকে ৷ উত্তরপ্রদেশে CAA-র প্রতিবাদে সংঘর্ষ দেখা যায় ৷ আজ একটি সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷
যেখানে BJP সরকার সেখানেই প্রতিবাদ, মন্তব্য় ঠাকরের - Press meet of Uddhav Thackeray
আজ মুম্বইতে একটি সাংবাদিক বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে ৷ সেখানে তিনি জানান, JNU-র ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছে কিনা জানা নেই ৷ অন্যদিকে NPR নিয়ে তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে বসে জাতীয় জনসংখ্যা পঞ্জী (NPR) নিয়ে আলোচনা করব ৷
উদ্ধব ঠাকরে
তাঁর বক্তব্যে উঠে আসে JNU প্রসঙ্গ ৷ বলেন, "খারাপ পরিস্থিতি যেমন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জঙ্গিদের ঢুকে পড়া ৷ তারপর যেভাবে ছাত্রছাত্রীদের উপর হামলা চালানো হয়েছে, তাতে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি তো কোনও খবর পাইনি ৷"
জনগণনার গুরুত্ব আছে বলেই মনে করছেন ঠাকরে ৷ তিনি বলেন, "আমরা সবাই একসঙ্গে বসে জাতীয় জনসংখ্যা পঞ্জি (NPR) নিয়ে আলোচনা করব ৷ তারপরই এর উপর সিদ্ধান্ত নেব ৷ কিন্তু, জনগণনাও গুরুত্বপূর্ণ ৷"