পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে পশ্চিমবঙ্গে : অধীর

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি বলেন, "পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ । কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে ।" তবে, BJP-র দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

অধীর

By

Published : Oct 11, 2019, 2:47 PM IST

দিল্লি, 11 অক্টোবর : এতদিন দাবি ছিল BJP-র । বারবার অভিযোগ তোলা হচ্ছিল, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে । একাধিক নেতা আড়ালে-আবডালে বলছিলেন, "পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার ।" এবার একই কথা বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি বলেন, "পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ । কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে ।" তবে, BJP-র দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।

অধীরের বক্তব্য, "রাজ্য BJP নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাইছেন । যদি পরিস্থিতি এরকমভাবে খারাপ হতে থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জরুরি । কিন্তু, আমাদের প্রশ্ন, BJP নেতারা এ বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে দেখছেন তো ?" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই চিটফান্ড তদন্তে ভাটা পড়েছে । দু'জনের মধ্যে কি তাহলে কোনও চুক্তি হয়েছে ?"

দুর্গাপুজোর দশমীর দিন সকালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্ত্রী, সন্তানসহ খুন হন RSS কর্মী বন্ধুপ্রকাশ পাল । এরপর গর্জে ওঠে বিভিন্ন মহল । ঘটনার CBI তদন্তের দাবিতে মুখর হয় BJP । RSS নেতারা, রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন । একই দাবি তোলে VHP । বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষনেতা অলোক কুমার বলেন, "পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই । বিরোধীদের বাড়ি ভেঙে, লুটপাট চালিয়ে, ধর্ষণ-খুন করে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে । আমার মনে হয়, কেন্দ্রীয় সরকারের এখনই দেখা উচিত, রাজ্য সরকার ভারতীয় সংবিধান মেনে সরকার চালাবে না কি এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details