পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় দিল্লির সেনা হাসপাতালে আর্থিক সাহায্য রাষ্ট্রপতির

কোরোনা যোদ্ধাদের পাশে দাঁড়ালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । 20 লাখ টাকার চেক তুলে দিলেন দিল্লির আর অ্যান্ড আর আর্মি হাসপাতালের হাতে ।

President ramnath kobind
President ramnath kobind

By

Published : Jul 27, 2020, 12:30 AM IST

দিল্লি, 26 জুলাই : কোরোনা মোকাবিলায় আজ কার্গিল বিজয় দিবসের দিন 20 লাখ টাকার চেক দিল্লির আর অ্যান্ড আর আর্মি হাসপাতালের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । কোরোনা মোকাবিলায় প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম কেনার জন্য এই টাকা তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন তিন বাহিনীর প্রধান । তাই কোরোনা পরিস্থিতিতে সামনের সারিতে থাকা কোরোনা যোদ্ধাদের সুরক্ষা সুনিশ্চিত করে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন তিনি ।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই অর্থ PAPR (powered air purifying respirator) কেনার কাজে খরচ করা হবে ।

রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনের খরচ কমিয়ে সেই জামানো অর্থকে কোরোনা মোকাবিলায় কাজে লাগানো হয়েছে । উল্লেখ্য, খরচ কমানোর জন্য আগেই নির্দেশিকা জারি করেছিলেন রাষ্ট্রপতি । যার জন্য পরবর্তীকালে একাধিক পদক্ষেপও করা হয়েছে । এমনকী বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য লিমোজিন কেনার প্রস্তাবও স্থগিত রাখা হয় । সেই অর্থই আজ কোরোনা যোদ্ধাদের সাহায্যার্থে সেনা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সহযোগিতা কোরোনা যোদ্ধাদের মনোবল বাড়াবে । সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করবে । তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সঞ্চয়কে কাজে লাগানো ।

ABOUT THE AUTHOR

...view details