দিল্লি, 17 জানুয়ারি : নির্ভয়ার অপরাধী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । গতরাতেই মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজের সুপারিশ করে রাষ্ট্রপতিকে পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক ।
নির্ভয়া অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির - president Ram Nath Kovind rejected nirbhaya convict mercy petition plea
নির্ভয়া অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর 14 জানুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুকেশ সিং । সেদিন দুপুরেই বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের কিউরেটিভ পিটিশন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর দোষীদের আরও 14 দিন সময় দিতে হবে । তাই 22 জানুয়ারি ফাঁসির দিন ঠিক হলেও তা কার্যকরী হতে পারত না ।
7 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । 22 জানুয়ারি সকাল 7টায় ফাঁসির নির্দেশ ছিল । কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর দোষীদের আরও 14 দিন সময় দিতে হবে । রায় দেয় দিল্লি হাইকোর্ট। সুপ্রিম কোর্টে রায়ের পর কমপক্ষে 14 দিন সময় দিতে হয়, সেই নিয়মের কারণেই 22 জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া ধর্ষণ ও খুনে অপরাধী সাব্যস্ত চার অভিযুক্তের ৷
TAGGED:
nirbhaya case verdict