পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্ভয়া অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির - president Ram Nath Kovind rejected nirbhaya convict mercy petition plea

নির্ভয়া অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

nirbhaya
nirbhaya

By

Published : Jan 17, 2020, 12:24 PM IST

Updated : Jan 17, 2020, 2:06 PM IST

দিল্লি, 17 জানুয়ারি : নির্ভয়ার অপরাধী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । গতরাতেই মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজের সুপারিশ করে রাষ্ট্রপতিকে পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক ।

সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর 14 জানুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুকেশ সিং । সেদিন দুপুরেই বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের কিউরেটিভ পিটিশন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর দোষীদের আরও 14 দিন সময় দিতে হবে । তাই 22 জানুয়ারি ফাঁসির দিন ঠিক হলেও তা কার্যকরী হতে পারত না ।

7 জানুয়ারি নির্ভয়াকাণ্ডে চার দোষীর ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট । 22 জানুয়ারি সকাল 7টায় ফাঁসির নির্দেশ ছিল । কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর দোষীদের আরও 14 দিন সময় দিতে হবে । রায় দেয় দিল্লি হাইকোর্ট। সুপ্রিম কোর্টে রায়ের পর কমপক্ষে 14 দিন সময় দিতে হয়, সেই নিয়মের কারণেই 22 জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া ধর্ষণ ও খুনে অপরাধী সাব্যস্ত চার অভিযুক্তের ৷

Last Updated : Jan 17, 2020, 2:06 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details