দিল্লি, 6 অক্টোবর : আজ মহাষ্টমী ৷ দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
দেশবাসীকে মহাষ্টমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
মহাষ্টমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে রাষ্ট্রপতি লেখেন, দেবী দুর্গার আশীর্বাদে সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।
narendra modi
হিন্দি, ইংরেজির পাশাপাশি বাংলায় টুইট করেছেন রাষ্ট্রপতি ৷ টুইটে তিনি লেখেন , "পবিত্র দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ-বিদেশে সব ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । এই উৎসব অশুভকে বিনাশ করে শুভ শক্তির জয়ের উদযাপন । দেবী দুর্গার আশীর্বাদে আমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।"
মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "নবরাত্রির মহাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা ৷ দুর্গাষ্টমীর আরাধ্য দেবী মহাগৌরী আমাদের সবার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আনুক ৷"