পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর মা-র সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি - গুজরাত

গুজরাত সফরের দ্বিতীয়দিনে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করেন ৷ শুভেচ্ছা জানান ও তাঁর সুস্বাস্থ্য কামনা করেন ৷

রামনাথ কোবিন্দ দেখা করলেন হীরাবেন মোদির সঙ্গে

By

Published : Oct 13, 2019, 2:46 PM IST

আহমেদাবাদ, 13 অক্টোবর : গুজরাত সফরের দ্বিতীয়দিনে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করেন ৷ সকালে গান্ধিনগরে তাঁর বাসভবনে যান তিনি ৷ সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ৷

প্রায় আধঘণ্টা সেখানে ছিলেন তাঁরা ৷ পরে কোবায় অবস্থিত মহাবীর জৈন আরাধনা কেন্দ্রে যান আচার্য শ্রী পদ্মাসাগরসুরজির আশীর্বাদ নিতে ৷ মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তাঁদের আমন্ত্রণ জানাতে সেখানে উপস্থিত ছিলেন ৷

পরে রাষ্ট্রপতি ভবন থেকে একটি টুইট করা হয় ৷ লেখা হয়,'রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরা বা-র সঙ্গে গান্ধিনগরে দেখা করেন ৷ তাঁকে শুভেচ্ছা জানান ও সুস্বাস্থ্য কামনা করেন ৷ '

ABOUT THE AUTHOR

...view details