পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির, পরিণত আইনে

নাগরিকত্ব শোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি

By

Published : Dec 13, 2019, 12:56 AM IST

Updated : Dec 13, 2019, 1:45 AM IST

বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির
বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির

দিল্লি, 13 ডিসেম্বর : লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) ৷ ছিল রাষ্ট্রপতির অনুমতির অপেক্ষা ৷ মিলল সেটিও ৷ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ নাগরিকত্ব সংশোধনী বিল পরিণত হল আইনে ৷ এর ফলে প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু মানুষরা নাগরিকত্ব পাবেন এদেশে ৷

এই আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান সম্প্রদায়ের যে সব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন ৷ 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা সে সব মানুষদের অবৈধ অনুপ্রবেশকারীর তকমা মুছে দেওয়া হবে ৷

বুধবারই রাজ্যসভায় পাশ হয় এই বিল ৷ তার আগে সোমবার প্রবল বাকবিতণ্ডার মধ্যেই লোকসভাতেও পাশ হয়েছিল এটি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই বিলটি পেশের পর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত সংখ্যালঘুদের সুরক্ষার খাতিরেই ৷ এই বিল পাশের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারত ৷ প্রতিবাদ চলছে পশ্চিমবঙ্গেও ৷ ডিব্রুগড়ে এমনই এক মিছিলে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ । প্রাণ হারান একজন । গুয়াহাটিতে আরেকটি মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় দু'জনের ।

অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা ৷ অন্যদিকে ত্রিপুরাতেও শুরু হয়েছে সংঘর্ষ ৷ বিক্ষোভকারীদের অবরোধ মিছিলে অ্যাম্বুলেন্স আটকে হাসপাতালে পৌঁছানোর আগেই সিপাহিজালায় মৃত্যু হয়েছে দুই মাসের এক শিশুর ৷ মেঘালয়েও 48 ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই টুইটারে অসমবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অসমিয়া ভাষায় তিনি লেখেন, ''CAB নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কাড়তে পারবে না ।''

Last Updated : Dec 13, 2019, 1:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details