দিল্লি, 27 সেপ্টেম্বর : পঞ্জাব-সহ দেশের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । বিল প্রত্যাহারে দাবি উঠেছে । অনুমোদন না দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আবেদন জানিয়েছিল বিরোধী দলগুলিও । এইসবের মধ্যেই আজ কৃষি সংক্রান্ত তিনটি বিলে সবুজ সংকেত দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তৈরি হল আইন । ইতিমধ্যেই নতুন আইনের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র ।
কৃষি ক্ষেত্রে “ঐতিহাসিক” এই সংস্কারে দেশের কৃষকরা ফসলের আরও ভালো দাম পাবেন বলে দাবি করছে কেন্দ্র ।
সংসদের বাদল অধিবেশনে কৃষি সংক্রান্ত বিলগুলি নিয়ে চূড়ান্ত নাটকীয়তা চলেছিল । লোকসভায় যেদিন বিলগুলি পাশ হয় সেদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন হরসিমরত কউর বাদল । শিরোমণি অকালি দলের হয়ে মন্ত্রিসভায় তিনিই ছিলেন একমাত্র প্রতিনিধি । এরপর গতকাল BJP-র নেতৃত্বাধীন NDA জোট থেকে বেরিয়ে আসে শিরোমণি অকালি দল ।
কৃষকদের একাংশ মনে করছে এই বিলগুলি আইনে পরিণত হলে, তাঁরা ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবেন এবং কর্পোরেট সংস্থাগুলির দয়ায় তাঁদের বেঁচে থাকতে হবে । কৃষকদের প্রতিবাদ ক্রমেই জোরালো হচ্ছে । প্রতিবাদের জেরে শুক্রবার পঞ্জাবে প্রায় বনধের পরিস্থিতি তৈরি হয় । হরিয়াণাতেও বেশ কিছু সড়ক অবরোধ করেন কৃষকরা । "রেল রোকো" কর্মসূচির জেরে গতকাল পঞ্জাবের সমস্ত ট্রেন বাতিল হয়ে গেছিল ।