পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সমান অধিকার, ক্ষমতা, সুবিধা ভোগ করবে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষ : রাষ্ট্রপতি - president speech for nation

স্বাধীনতার দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি বলেন, "সম্প্রতি যে পরিবর্তন হয়েছে তার ফলে জম্মু কাশ্মীর  ও লাদাখ উপকৃত হবে । সেখানকার মানুষ দেশের অন্য জায়গার মতো সমান অধিকার, ক্ষমতা, সুবিধা ভোগ করবে ।"

রামনাথ কোবিন্দ-ফাইল ছবি

By

Published : Aug 14, 2019, 7:45 PM IST


দিল্লি, 14 অগাস্ট : স্বাধীনতার দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । সেখানে তিনি তুলে ধরেন তিল তালাক ও জম্মু কাশ্মীর প্রসঙ্গ ।

রাষ্ট্রপতি বলেন, "সম্প্রতি যে পরিবর্তন হয়েছে তার ফলে জম্মু কাশ্মীর ও লাদাখ উপকৃত হবে । সেখানকার মানুষ দেশের অন্য জায়গার মতো সমান অধিকার, ক্ষমতা, সুবিধা ভোগ করবে ।"

ABOUT THE AUTHOR

...view details