আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতায় উঠে এল স্বামী বিবেকানন্দের কথা । ভারত সফরে এসে আজ মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সেখানেই স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি বলেন , "যেই মুহূর্তে প্রতিটি মানবের শরীরে আমি ঈশ্বরের উপলব্ধি করি, যেই মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়ে তাঁর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করি, সেই মুহূর্ত থেকে আমি সমস্ত বন্ধন হতে মুক্ত, যা কিছু আমাদের বেঁধে রাখে তা সব উধাও হয়ে যায় এবং আমি মুক্তি অনুভব করি ।"
বিবেকানন্দের বাণী উঠে এল ট্রাম্পের বক্তৃতায় - Motera
দুই দিনের ভারত সফরের প্রথম দিনে আজ মোতেরায় নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট । দেশবাসীর উদ্দেশ্যে তাঁর ভাষণে উঠে আসল স্বামী বিবেকানন্দের বাণীও ।
ভারতবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, " ভারতের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে । প্রগতিশীল দেশ হিসেবে ভারত সমগ্র বিশ্বের দরবারে এক উদাহরণ হিসেবে উঠে এসেছে । এটি বাকি দেশগুলিকে আরও বেশি করে অনুপ্রাণিত করে কারণ, গণতান্ত্রিক, শান্তিপ্রিয়, সহনশীল, সাহসী ও মুক্ত দেশ হিসেবে আপনারা এ কাজ করেছেন । যেসব দেশগুলি বলপ্রয়োগ করে, হুমকি দিয়ে, আগ্রাসীভাবে কাজ করে, ভারত তাদের থেকে সম্পূর্ণ আলাদা । এই কারণেই ভারত অতুলনীয় ।"
দুই দিনের ভারত সফরে আজ নমস্তে ট্রাম্প অনুষ্ঠান শেষে অ্যামেরিকান প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আগ্রায় তাজমহল পরিদর্শন করবেন । আগামীকাল রাজঘাটে মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাবেন ট্রাম্প ।