পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাসপাতালে ভরতি না নেওয়ায় অ্যাম্বুলেন্সেই মৃত অন্তঃসত্ত্বা যুবতি, তদন্তে প্রশাসন - গর্ভবতী যুবতির মৃত্যু অ্যাম্বুলেন্সে

দিল্লির গৌতমবুদ্ধ নগরে চিকিৎসা না পেয়ে মৃত এক অন্তঃসত্ত্বা যুবতি ৷ ঘটনার তদন্তে স্থানীয় প্রশাসন ৷

Pregnant woman dies in ambulance in Noida, probe ordered
হাসপাতালে ভরতি না নেওয়ায় অ্যাম্বুলেন্সেই মৃত গর্ভবতী যুবতি, তদন্তে প্রশাসন

By

Published : Jun 7, 2020, 8:02 AM IST

গৌতমবুদ্ধ নগর , 7 জুন : চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা যুবতির মৃত্যুর অভিযোগ । তদন্তের নির্দেশ দিল প্রশাসন ৷ গতকাল এই নির্দেশ দেয় জেলা প্রশাসন ৷ দিল্লির গাজ়িয়াবাদের খোদা গ্রামের ঘটনা ৷ অভিযোগ, ওই যুবতিকে চিকিৎসার জন্য নয়ডাতে নিয়ে গেলে সেখানে তাঁকে কোনও হাসপাতাল ভরতি নেয়নি ৷

ওই যুবতির পরিবারের তরফে অভিযোগ, " গত শুক্রবার ওই অন্তঃসত্ত্বা যুবতির হঠাৎ শ্বাসকষ্ট হয় ৷ এরপর আমরা তাঁকে ভোর 6 টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে নয়ডায় একটি হাসপাতালে নিয়ে যাই ৷ কিন্তু সেখানে কোনও সরকারি ও বেসরকারি হাসপাতাল সেখানে তাকে ভরতি নেওয়া হয় না ৷ আমাদের তাঁকে গাজ়িয়াবাদে নিয়ে যাওয়ার কথা বলা হয় ৷ "

ওই যুবতির পরিবার জানায়, সেদিন সকাল থেকেই বেশিরভাগ হাসপাতালগুলিতে কোরোনার চিকিৎসা চলায় ওই যুবতিকে ভরতি নিতে রাজি হয়নি হাসপাতালগুলি ৷ এরপর সন্ধ্যায় ওই যুবতি অ্যাম্বুলেন্সেই মারা যায় ৷ এরপর ঘটনাটি জানানো হয় স্থানীয় প্রশাসনকে ৷ ঘটনাটি জানতে পেরে জেলাশাসক সুহাস L.Y. তৎক্ষণাৎ তদন্তের নির্দেশ দেন ADM মুনীন্দ্র নাথ উপাধ্যায়কে ৷

এবিষয়ে, গৌতমবুদ্ধ নগরের CMO জানান, আমরা ঘটনার তদন্ত করছি ৷ ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি হবে ৷ আমরা নজর রাখব এই রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় ৷

ABOUT THE AUTHOR

...view details