পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন ওড়িশার "মোদি"

2004 ও 2009 সালে নীলগিরি বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন প্রতাপচন্দ্র সারঙ্গি । 2014 সালের লোকসভায় প্রার্থী হন তিনি । কিন্তু হেরে যান ।

ফাইল ফোটো

By

Published : May 28, 2019, 10:30 PM IST

Updated : May 29, 2019, 7:30 AM IST

ভুবনেশ্বর, 28 মে : নেই কোনও বিলাসবহুল বাংলো । সম্বল একটি মাত্র চালাঘর। আর পাঁচজনের সাংসদের মতো বিপুল সম্পত্তিও নেই তাঁর কাছে । সাইকেলে চেপেই সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান প্রতাপচন্দ্র সারঙ্গি । লোকে বলে 'ওড়িশার মোদি'। এবার তিনি পাড়ি দিচ্ছেন সংসদে। লোকসভা নির্বাচনে বালাসোর কেন্দ্র থেকে 12,956 ভোটের ব্যবধানে BJD নেতা রবীন্দ্র কুমার জেনাকে হারিয়েছেন তিনি ।

এই সংক্রান্ত খবর : সাংসদ হয়েও সাইকেলে ঘুরে বেড়ান, নাম 'ওড়িশার নরেন্দ্র মোদি'

মানুষের মাঝেই থাকতে ভালোবাসেন প্রতাপচন্দ্র । 1955 সালের 4 জানুয়ারি নীলগিরির গোপিনাথপুরে গ্রামে জন্মগ্রহণ করেন । ফকির কলেজ থেকে স্নাতক হন। ছোটোবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি টান ছিল তাঁর । বহুবার সন্ন্যাস নেওয়ার চেষ্টা করেন । সেই উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশনেও যাতায়াত ছিল । কিন্তু মিশন কর্তৃপক্ষ যখন জানতে পারে যে তাঁর বাবার মৃত্যু হয়েছে এবং মা বাড়িতে একা । তখন মিশন কর্তৃপক্ষের তরফে তাঁকে মায়ের সেবা করার পরামর্শ দেওয়া হয় । বিয়ে করেননি । মায়ের সঙ্গেই থাকতেন তিনি । RSS ও BJP-র হয়ে আজীবন কাজ করেছেন ।

বালাসোর ও ময়ূরভঞ্জে গণ শিক্ষা মন্দির যোজনার অধীনে শতাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে স্কুল (সমর্কারা কেন্দ্র) খুলেছেন তিনি। এর আগে 2004 ও 2009 সালে নীলগিরি বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন । 2014 সালের লোকসভায় প্রার্থী হন তিনি । কিন্তু হেরে যান । তবে নরেন্দ্র মোদির খুব ঘনিষ্ঠ । মোদি যখনই ওড়িশা আসেন সারঙ্গির সঙ্গে দেখা করে যান । এবার দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন বালাসোরের নবনির্বাচিত সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি থুড়ি ওড়িশার "মোদি" ।

Last Updated : May 29, 2019, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details