কলকাতা, 26 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লকডাউনের মাঝেই কলকাতা আসেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । কোরোনা মোকাবিলায় পরামর্শ দিতেই কলকাতায় আসেন তিনি । তবে, কীভাবে এসেছেন কলকাতায় তা নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্র । কিন্তু, আজ ETV ভারতকে প্রশান্ত কিশোর জানান, কার্গো বিমানে করে কলকাতা আসননি তিনি । কেন্দ্রীয় সরকারও এই বিষয়ে কোনও প্রমাণ পায়নি ।
তিনি বলেন, "আমি কার্গো বিমানে করে কলকাতা আসিনি । কেন্দ্র সরকার পুরো মামলার তদন্ত করেছে । কেন্দ্রীয় সরকারও কোনও প্রমাণ পায়নি ।" লকডাউনে দিল্লি থেকে বিমানে কলকাতা এসেছেন বলেই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল কেন্দ্র । তবে, কেন্দ্র কোনও তথ্য পায়নি বলেই জানালেন নির্বাচনী কৌশলবিদ ।