দিল্লি, 10 নভেম্বর : তির্যক রিপোর্টের মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া থেকে বিরত থাকতে বলে একটি ব্রিটিশ দৈনিককে বার্তা দিল প্রসার ভারতী । তারা একটি টুইটে ওই দৈনিকের উদ্দেশে বার্তা দেয়, কোনও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলবেন না ।
অযোধ্যা মামলা নিয়ে 'তির্যক রিপোর্ট', ব্রিটিশ দৈনিককে বার্তা প্রসার ভারতীর - অযোধ্যা মামলা সংক্রান্ত প্রতিবেদন
অযোধ্যায় বিতর্কিত জমিতে মন্দির হবে । বিকল্প জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৷ সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে একটি ব্রিটিশ দৈনিক প্রতিবেদন প্রকাশ করে । কিন্তু, ওই প্রতিবেদনে অযোধ্যা মামলার রায়কে যেভাবে বর্ণনা করা হয়েছে, তা নিয়ে সরব হল প্রসার ভারতী ৷ সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে না দেওয়ার জন্য ব্রিটিশ ওই দৈনিককে সতর্ক করা হল ।
গতকাল অযোধ্যা মামলার রায় ঘোষণা করেন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ । শীর্ষ আদালতের রায়ে বলা হয়, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির হবে । আর বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড । অবসান হয় 490 বছরের বিতর্কের অবসান ।
সুপ্রিম কোর্টের এই রায়ের পর ব্রিটিশ দৈনিক 'দা গার্ডিয়ান' এই মামলা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে । তারপরই প্রসার ভারতী ওই ব্রিটিশ দৈনিকের উদ্দেশে টুইট করে । তির্যক রিপোর্টের মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয় ব্রিটিশ ওই দৈনিককে । পাশাপাশি ভারতের জাতীয় স্বার্থকে ধর্মের সঙ্গে গুলিয়ে না ফেলার বার্তা দেওয়া হয় ।