পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোমাতেই প্রণব মুখোপাধ্যায় - প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার

উন্নতি হয়নি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার । এখনও কোমাতেই রয়েছেন তিনি । জানাল দিল্লির হাসপাতাল ৷

Pranab Mukherjee
Pranab Mukherjee

By

Published : Aug 24, 2020, 2:05 PM IST

দিল্লি, 24 অগাস্ট : একইরকম অবস্থায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায় । প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা অপরিবর্তিত ৷ আজ এক বিবৃতিতে জানাল আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল । তাদের তরফে আরও জানানো হয়, কোমাতেই রয়েছেন প্রণববাবু ৷ ভেন্টিলেশন সাপোর্টে তাঁকে রাখা হয়েছে ৷

গতকাল হাসপাতালের তরফে বলা হয়, “কোমায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায় । শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছে তাঁর ।”

মাথায় আঘাত লাগার কারণে 10 অগাস্ট তাঁকে হাসপাতালে ভরতি করা হয় । তাঁর কোরোনা সংক্রমণও ধরা পড়ে । জরুরিকালীন ভিত্তিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা । জমাট বাঁধা রক্ত বের করা হয় । তারপর তিনি কোমায় চলে যান । ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে । বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ।

ABOUT THE AUTHOR

...view details