পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ICU-তে বাবা, গতবছরের 8 অগাস্টের কথা মনে পড়ছে প্রণবকন্যার - সংকটজনক অবস্থায় প্রণব মুখোপাধ্যায়

সংকটজনক অবস্থায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । ভেন্টিলেশনে রয়েছেন । এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রণবকন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ৷

pranab-mukherjee
8 অগাস্টের কথা মনে পড়ছে প্রণবকন্যার

By

Published : Aug 12, 2020, 1:28 PM IST

Updated : Aug 12, 2020, 1:55 PM IST

দিল্লি, 12 অগাস্ট : সংকটজনক অবস্থায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । বন্ধ হয়নি মস্তিষ্কে রক্তক্ষরণ । এই কঠিন সময়ে গত বছরের 8 অগাস্টের কথা মনে পড়ছে মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের ।

10 অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন রাষ্ট্রপতি । মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল । একইসঙ্গে কোভিড আক্রান্তও হন তিনি । শারীরিক অবস্থার উন্নতি হয়নি । এখনও ভেন্টিলেশনে রয়েছেন ।

এই কঠিন সময়ে বাবার ভারতরত্ন পাওয়ার দিনের কথা মনে পড়ছে শর্মিষ্ঠার । আজ থেকে এক বছর আগে তাঁর জীবনের সবথেকে খুশির দিন ছিল । আর এই বছর সেই ছবি বদলে গিয়েছে । 10 অগাস্ট অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন প্রণববাবু । গতবছরের 8 অগাস্টের কথা স্মরণ করে শর্মিষ্ঠা টুইটে লিখলেন, "গতবছরের 8 অগাস্ট আমার কাছে অন্যতম খুশির দিন ছিল ৷ কারণ আমার বাবা ভারতরত্ন পেয়েছিলেন ৷ ঠিক এক বছর পর 10 অগাস্ট তিনি গুরুতর অসুস্থ হলেন ৷ তাঁর জন্য সবচেয়ে ভালো যা, তা করুন ঈশ্বর ৷ জীবনের আনন্দ এবং দুঃখ দুই গ্রহণের শক্তি প্রদান করুন আমাকে ৷ তাঁর আরোগ্য কামনার জন্য প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ৷"

পড়ে যাওয়ার কারণে মাথায় আঘাত লাগে প্রণব মুখোপাধ্যায়ের । সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অস্ত্রোপচার সফল হয় । কিন্তু বিপদ কাটেনি । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । গতকাল তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । এখনও সংকটেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ।

Last Updated : Aug 12, 2020, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details