পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোমাতেই রয়েছেন, ফুসফুসের চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের - কিডনির সমস্যার চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের

ফুসফুসের সংক্রমণ ও কিডনির সমস্যার চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের । ভেন্টিলেশনেই রয়েছেন ।

pranab
প্রণব

By

Published : Aug 28, 2020, 11:56 AM IST

Updated : Aug 28, 2020, 12:42 PM IST

দিল্লি, 28 অগাস্ট : ফুসফুসের সংক্রমণ চিকিৎসা চলছে প্রণব মুখোপাধ্যায়ের । কিডনিও সঠিকভাবে কাজ করছে না । তার চিকিৎসাও চলছে । বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে ।

এখনও গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায় । ভেন্টিলেশনেই রয়েছেন । আজ সকালে দিল্লির সেনা হাসপাতালের বুলেটিনে প্রণববাবুর স্বাস্থ্যের খবর জানানো হয় । তারা জানায়, কিডনির সমস্যার ও ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে । তবে হেমাডায়নামিকালি তিনি স্থিতিশীল ।

এই মাসের 10 অগাস্ট বাথরুমে পড়ে মাথায় আঘাত লাগে তাঁর । দিল্লির সেনা হাসপাতালে প্রণববাবুকে ভরতি করা হয় । সেখানে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । জানা যায়, তিনি কোভিড পজ়িটিভ । জরুরি ভিত্তিতে তাঁর মাথার অস্ত্রোপচার করে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করা হয় । এরপর থেকেই ভেন্টিলেটর সাপোর্টে প্রণববাবু । অবস্থার কোনও উন্নতি হয়নি । গভীর কোমায় রয়েছেন ।

তবে প্রণব মুখোপাধ্যায়ের রক্তচাপ ঠিক আছে । হৃৎপিণ্ডের কাজ সঠিকভাবে হচ্ছে । এইদিকে ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছে তাঁর । তার চিকিৎসা চলছে । সম্প্রতি প্রণববাবুর কিডনিতেও সমস্যা হয় । তারও চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকরা । বিশেষ পর্যবেক্ষণে প্রণব মুখোপাধ্যায়কে রাখা হয়েছে । বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা করছেন ।

Last Updated : Aug 28, 2020, 12:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details