ভোপাল, 21 এপ্রিল : "হ্যাঁ, আমি অযোধ্যায় গেছিলাম । গতকালও বলেছিলাম । কোনও কিছুই অস্বীকার করছি না আমি । আমি বাবরি মসজিদ ধ্বংস করেছিলাম । আমি সেখানে আবারও যাব । সেখানে মন্দির তৈরি করতে সাহায্য করব । আমাদের কেউ আটকাতে পারবে না ।" ফের বিতর্কিত মন্তব্য ভোপালের BJP প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং-এর । এই মন্তব্যর জেরে প্রজ্ঞাকে নোটিশ পাঠিয়েছে ভোপাল জেলার ইলেকশন অফিসার । একদিনের মধ্যে নোটিশের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাকে ।
বাবরি মসজিদ ধ্বংস বিষয়ে প্রজ্ঞা আরও বলেন, "বাবরি মসজিদ ধ্বংস নিয়ে দুঃখ প্রকাশ করব কেন ? আমরা আসলে গর্বিত । রামমন্দিরের কিছু বর্জ্য পণ্য ছিল সেখানে । এবং আমরা তা সরিয়ে দিয়েছিলাম । এটা আমাদের দেশের আত্মমর্যাদা জাগিয়ে তুলেছে এবং আমরা একটি বিশাল রামমন্দির নির্মাণ করব ।"