দিল্লি, 17 নভেম্বর : পার্লামেন্টে দিল্লির দূষণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে না যাওয়ায় পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীরের বিরুদ্ধে পোস্টার । পোস্টারে লেখা, "আপনি কি ওনাকে দেখেছেন ? ইন্দোর ক্রিকেট স্টেডিয়ামে জিলিপি খাওয়ার সময় তাঁকে শেষবার দেখা গেছিল । গোটা দিল্লি তাঁকে খুঁজছে ।" দিল্লির ITO সেক্টরে পা দিলেই দেখা যাচ্ছে এই পোস্টার ।
দিল্লির দূষণ নিয়ে বৈঠক ডাকে আর্বান ডেভলপমেন্ট কমিটি । বৈঠকে বাসস্থান ও নগরোন্নয়ন মন্ত্রকের রাজধানী এলাকার দুষণ কমাতে দিল্লির সমস্ত পৌরনিগম, দিল্লি ডেভলপমেন্ট অথরিটি, নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল , NBCC , CPWC-র ভূমিকা নিয়ে আলোচনা করার কথা ছিল । সেই বৈঠকে যাননি পূর্ব দিল্লির সাংসদ।