পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছেলে বলছেন ভালো আছেন, হাসপাতালের রিপোর্টে অবনতি ! প্রণবের শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে ধন্দ - টুইট করেন অভিজিৎ মুখোপাধ্যায়

আজ সকালে প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খবর জানিয়ে টুইট করেন অভিজিৎ । তিনি লেখেন, "চিকিৎসকদের সহায়তায় ও আপনাদের শুভ কামনায় আমার বাবা এখন স্থিতিশীল । তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । " এইদিকে দিল্লির সেনা হাসপাতাল জানায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে ।

pranab
pranab

By

Published : Aug 19, 2020, 10:05 AM IST

Updated : Aug 19, 2020, 12:55 PM IST

দিল্লি, 19 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে জানিয়ে সকালে টুইট করেছিলেন তাঁর ছেলে । এইদিকে হাসপাতালের তরফে জানানো হয়, প্রণববাবুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । সংক্রমণ ধরা পড়েছে ফুসফুসেও ।

অস্ত্রোপচারের নয়দিন পরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি । আজ দিল্লির সেনা হাসপাতাল জানায়, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । সংক্রমণ ধরা পড়েছে ফুসফুসে । ভেন্টিলেশনেই রয়েছেন । বিশেষজ্ঞ চিকিৎসদের একটি দল তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে ।

যদিও বাবা ভালো আছেন আজ সকালে জানিয়ে টুইট করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায় । লিখেছিলেন, "চিকিৎসকদের সহায়তায় ও আপনাদের শুভ কামনায় আমার বাবা এখন স্থিতিশীল । তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । তাঁর শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা গিয়েছে । আমি প্রত্যেককে তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ করি । "

10 অগাস্ট বাথরুমে পড়ে যান প্রণববাবু । মাথায় আঘাত লাগে । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত । সংকটজনক অবস্থায় মাথায় অস্ত্রোপচার হয় । মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত অস্ত্রোপচার করে বের করা হয় । কিন্তু সংকট কাটেনি ।

এই অস্ত্রোপচারের নয়দিন কেটে গেলেও অবস্থার কোনও উন্নতি হয়নি । হাসপাতালের গতকালের বুলেটিন অনুযায়ী, ভেন্টিলেটশনেই রয়েছেন তিনি । সংকট কাটেনি । তবে রক্তচাপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে । অস্ত্রোপচারের পর হাসপাতালের তরফে জানানো হয়েছিল, মাথায় রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না । অস্ত্রেপচারের পর থেকে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি । পরবর্তীতে জানানো হয়, তিনি গভীর কোমায় আচ্ছন্ন । এরপর থেকে শারীরিক অবস্থার উন্নতির কোনও বার্তা প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ । গতকাল জানানো হয়েছিল, তাঁর গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল । আজ শারীরিক অবস্থার অবনতি হয় প্রণব মুখোপাধ্যায়ের ।

Last Updated : Aug 19, 2020, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details