দিল্লি, 26 অক্টোবর : বাতাসে বিষ দিল্লির । দীপাবলির আগেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে । অক্টোবর মাসে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য "খুব খারাপ" পরিস্থিতির দোরগোড়ায় রাজধানী । ভোরবেলা থেকেই কুয়াশা আর দূষণ মিলে এক ঘোলাটে দিন দেখল রাজধানী । আগামী দু'দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা ।
দূষণসূচকের বেঁধে দেওয়া মাত্রা দীপাবলির আগেই অতিক্রম হয়ে গেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেধে দেওয়া পরিমাপের 20 শতাংশ বেশি দূষিত দিল্লির বাতাস । পরিস্থিতি এমন যে বায়ুর গুণমান "বিষাক্ত" সূচক ছুঁই ছুঁই । আর দূষণের দিক থেকে দেশের রাজধানী বররাবরই প্রথম, তাই চিন্তায় দিল্লিবাসী । প্রশাসনের তরফ থেকে আতশবাজির বদলে লেজ়ার লাইট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।