পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কমছে দূষণ, দিল্লিতে খুলছে স্কুল - দিল্লির বাতাসের গুণমান সূচক

পরিস্থিতির আগের থেকে উন্নতি হলেও রাজধানীর আকাশ আজও ধোঁয়াশায় ঢাকা ৷ সকালের দিকে রাজপথে হালকা ধোঁয়াশার চাদর দেখা যায় ৷ সফর-লোধি রোডে আজ সকাল সাড়ে 6টায় বাতাসের গুণমান সূচক ছিল 279 (PM 2.5) এবং 250 (PM 10) ৷ এদিকে দীপাবলির পরে আজ থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ রাজধানীতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে দীপাবলীর ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৷ আজ সকালে প্রচুর পড়ুয়াকে রাস্তায় দেখা যায় ৷ স্কুলমুখী খুদেদের মুখে ছিল দূষণ নিয়ন্ত্রক মাস্ক ৷

কমছে দূষণ রাজধানীতে, খুলছে স্কুল, কিন্তু সচেতনতা কই?

By

Published : Nov 6, 2019, 11:18 AM IST

দিল্লি, 6 নভেম্বর : জোড়-বিজোড় আইন চালু হওয়ার পর দিল্লির দূষণ পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে ৷ সফর-লোধি রোডে আজ সকাল সাড়ে 6টায় বাতাসের গুণমান সূচক ছিল 279 (PM 2.5) এবং 250 (PM 10) ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আজ জানান, সাধারণ মানুষ জোড়-বিজোড় আইন সচেতনতার সঙ্গে মেনে চলছে ৷ পাশাপাশি একাধিক নিয়ম ভাঙার ঘটনাও সামনে এসেছে ৷ শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 99 হাজারেরও বেশি জরিমানা জমা পড়েছে ৷

পরিস্থিতির আগের থেকে উন্নতি হলেও রাজধানীর আকাশ আজও ধোঁয়াশায় ঢাকা ৷ এদিকে দীপাবলির পরে আজ থেকে পুনরায় চালু হচ্ছে দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ রাজধানীতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে দীপাবলীর ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৷ আজ সকালে প্রচুর পড়ুয়াকে রাস্তায় দেখা যায় ৷ স্কুলমুখী খুদেদের মুখে ছিল দূষণ নিয়ন্ত্রক মাস্ক ৷

উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন " দিল্লির দূষণ পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে ৷ আকাশে ধোঁয়াশার পরিমাণ আগের থেকে অনেক কমেছে ৷ আমরা পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখছি ৷ আশা করা যাচ্ছে নতুন করে পরিস্থিতির আর অবনতি হবে না ৷ "

প্রতিবছর দীপাবলীর পর দিল্লির দূষণের মাত্রা এভাবেই বেড়ে যায় ৷ রাজধানীর বিষ বাতাসে নিঃশ্বাস নেওয়াও হয়ে ওঠে দুষ্কর ৷ এবারের ধোঁয়াশার প্রকোপটা ছিল অতি বিপজ্জনক ৷ বাতাসের গুণমান সূচক প্রায় ছুঁয়ে ফেলেছিল 1000-এর গণ্ডি ৷ 180টি দেশের মধ্যে করা একটি সমীক্ষায় দেখা গেছে বাতাসের গুণমান সূচকে ভারতের স্থান সর্বশেষ ৷ দেশে গড়ে প্রতি 8 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে ৷ চিনে শিল্পজাত আবর্জনার পরিমাণ কমানোর পরে বায়ু দূষণের কারণে মৃত্যুর হারও কমেছে ৷ অন্যদিকে এদেশে বায়ুদূষণ জনিত মৃত্যুর হার বেড়েছে 23 শতাংশ ৷ দূষণের কারণে ফুসফুস ও হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সতর্কতাও জারি করেছে AIIMS ৷

এতকিছুর পরেও সচেতনতা বাড়ানোর দিকে নজর ছিল না সরকারের ৷ জাতীয় পরিবেশ আদালত (NGT) ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল 4 বছর আগে ৷ 1 টন ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোয় 60 কেজি কার্বন মনো অক্সাইড, 1400 কেজি গ্রিন হাউস গ্যাস, 3 কেজি সালফার ডাই অক্সাইড তৈরি করে ৷ আর সেখানে দাড়িয়ে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে প্রতি বছর 5 কোটি টন ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো হয় ৷ কবে বাড়বে সচেতনতা ? আবারও কি অপেক্ষা পরের কোনও দীপাবলীর জন্য? অপেক্ষায় রাজধানী ৷

ABOUT THE AUTHOR

...view details