পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাঙ্কেরে ভোটকর্মীর মৃত্যু - election

ছত্তিশগড়ের কাঙ্কেরে এক ভোটকর্মীর বুথে কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়।

কাঙ্কেরে মৃত্যু ভোটকর্মীর

By

Published : Apr 18, 2019, 12:59 PM IST

কাঙ্কের, 18 এপ্রিল : আজ ছত্তিশগড়ের কাঙ্কেরে একটি ভোটকেন্দ্রে এক ভোটকর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনাটি ঘটে কাঙ্কেরের 186 নম্বর বুথে।

আজ দ্বিতীয় দফার ভোটে ছত্তিশগড়ের তিনটি লোকসভা কেন্দ্রে ( কাঙ্কের, রাজনন্দগাঁও, মহাসামুন্ড ) ভোটগ্রহণ চলছে। সকাল 11 টা অবধি 29.08 শতাংশ ভোট পড়েছে রাজ্যে। রাজ্যে মোট 11 টি আসনের মধ্যে গত 11 এপ্রিল প্রথম দফার ভোটে ভোট হয় বস্তার কেন্দ্রে। বাকি আসনগুলিতে ভোটগ্রহণ 23 এপ্রিল।

ABOUT THE AUTHOR

...view details