মুম্বই, 9 মে : রাস্তায় ছুরি নিয়ে ঘোরাফেরা করতে দেখে যুবককে বাধা দিয়েছিলেন কর্মরত পুলিশকর্মীরা । তখনই সেখান থেকে পালাতে চেষ্টা করে ওই যুবক । পুলিশকর্মীরাও তার পিছু নেন । তখনই পুলিশকর্মীদের ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক । ঘটনায় জখম হন এক কনস্টেবল ও দুই পুলিশ অফিসার । ওই যুবকের নাম করন প্রদীপ নায়ার । ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
যুবকের ছুরির আঘাতে মুম্বইতে জখম কনস্টেবল ও দুই পুলিশ অফিসার - মুম্বই
রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে বাধা দিয়েছিলেন কর্মরত পুলিশ কর্মীরা । তখনই সেখান থেকে পালাতে চেষ্টা করে ওই যুবক । পুলিশকর্মীরাও তার পিছু নেন । তখনই পুলিশকর্মীদের ছুরি দিয়ে আঘাত করে ওই যুবক ।
করন প্রদীপ নায়ার দক্ষিণ মুম্বইয়ের একটি আবাসনের বাসিন্দা । একটি ছুরি নিয়ে তাঁকে দক্ষিণ মুম্বইয়েরই প্রাণসুখলাল মফতলাল হিন্দু সুইমিং বাথ অ্যান্ড বোট ক্লাব চত্বরে গত পরশু রাতে দেড়টা নাগাদ ঘোরাফেরা করতে দেখে লকডাউনে কর্মরত মেরিন ড্রাইভ থানার পুলিশকর্মীরা । তখন ওই যুবককে বাধা দেন তাঁরা । কিন্তু সেখান থেকে পালিয়ে যায় সে । ওই যুবককে পাকড়াও করতে পিছু নেন পুলিশকর্মীরা । তখনই ছুরি দিয়ে পুলিশকর্মীদের আঘাত করে ওই যুবক । ঘটনায় এক কনস্টেবল ও দুই পুলিশ অফিসারের কাঁধ ও হাতে চোট লাগে । বর্তমানে তাঁরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা করা হয় । ঘটনার খবর পেতেই ঘটনাস্থানে পৌঁছান DCP জ়োন 1 সংগ্রাম সিং নিশানদার । জখন পুলিশ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ।