দিল্লি, 11 নভেম্বর : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ-ছাত্র সংঘর্ষে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে এই সংঘর্ষ বাধে ৷ পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ৷
বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধিকে কেন্দ্র থেকে শুরু করে একাধিক ছাত্র বিরোধী ইশুতে আজ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷
বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে পরিস্থিতি উত্তাল থাকলেও ক্যাম্পাসের ভিতরে চলে সমাবর্তন অনুষ্ঠান ৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল আজ ৷ সকাল থেকেই নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজধানীর পথে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ সমাবর্তনে উপস্থিত আছেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ৷ বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে পরিস্থিতি উত্তাল থাকলেও ক্যাম্পাসের ভিতরে চলে সমাবর্তন অনুষ্ঠান ৷
বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, আবাসনের ফি বৃদ্ধি, ছাত্র সংসদ বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে একাধিক ইশুতে আজ সরব হয় পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি, আবাসনের ফি বৃদ্ধি, ছাত্র সংসদ বন্ধ করার চেষ্টা থেকে শুরু করে একাধিক ইশুতে আজ সরব হয় পড়ুয়ারা ৷
পরিস্থিতি সামাল দিতে বসন্তকুঞ্জের সামনে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ৷ দুপুর প্রায় 12টার দিকে বসন্তকুঞ্জের AICTE প্রেক্ষাগৃহে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় ৷ তারপরই আন্দোলনরত পড়ুয়ারা ব্যারিকেড ভেঙে বসন্তকুঞ্জের দিকে এগোনোর চেষ্টা শুরু করে ৷
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 28 অক্টোবর থেকে আবাসনের নতুন নিয়ম চালু করেছিল ৷ নতুন নিয়মে প্রতি মাসে 1700 টাকা পরিষেবা খরচ যোগ করা হয় ৷ একজনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া 20 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয়েছে ৷
পাশাপাশি দু'জনের ব্যবহার যোগ্য ঘরের ভাড়া মাথাপিছু 10 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে ৷
আবাসনের সুরক্ষা বাবদ জমা টাকার পরিমাণ 5500 থেকে বাড়িয়ে 12000 টাকা করা হয়েছে ৷ এছাড়াও নতুন করে জল ও বিদ্যুৎ খরচ যোগ করা হয় ৷ পূর্বে এই পরিষেবাগুলি বিনামূল্যে দেওয়া হত পড়ুয়াদের ৷
1972 সালের পর গতবছর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজিত হয় ৷ গতবছরেও উপাচার্য এম জগদেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সমাবর্তন বয়কট করার ডাক দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ৷