আহমেদাবাদ, 25 এপ্রিল : কোরোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করে চলেছেন পুলিশকর্মীরা । রাস্তায় নেমে প্রতিমুহূর্তে মানুষকে সচেতন করে চলেছেন । এই পরিস্থিতিতে নিজেদের সন্তানদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেক মহিলা পুলিশকর্মীকে । কারণ ছোটো হওয়ায় বাড়িতে থাকতে চাইছে না তারা । তাই যেসব মহিলা পুলিশকর্মী এই সময় কাজ করছেন তাঁদের সন্তানদের জন্য ক্রেসের ব্যবস্থা করল গুজরাত পুলিশের হাউজ়িং বোর্ড ।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় অনেক মহিলা পুলিশ অফিসারদের সন্তানকে কোলে নিয়ে কাজ করতে দেখা গেছে । সম্প্রতি আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা পুলিশকর্মীকে আহমেদাবাদে কাজ করতে দেখা যায় । এই বিষয়গুলি মাথায় রেখেই রাজ্যের সমস্ত থানায় ও দপ্তরগুলিতে মহিলা পুলিশকর্মীদের সন্তানদের জন্য ক্রেসের ব্যবস্থা করা হয়েছে । এমনকী, ভবিষ্যতে যেসব নতুন থানা তৈরি হবে সেখানেও মহিলা পুলিশকর্মীদের সন্তানদের জন্য ক্রেসের ব্যবস্থা করা হবে ।