পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহিলা কর্মীদের সন্তানদের জন্য থানায় ক্রেসের ব্যবস্থা গুজরাত পুলিশের - মহিলা কর্মীদের সন্তানদের জন্য প্রত্যেকটি থানায় ক্রেসের ব্যবস্থা গুজরাত পুলিশের

ছোটো হওয়ায় বাড়িতে থাকতে চাইছে না তারা । তাই যে সব মহিলা পুলিশ কর্মীরা এই সময় কাজ করছেন তাঁদের সন্তানদের জন্য ক্রেসের ব্যবস্থা করল গুজরাত পুলিশের হাউজ়িং বোর্ড ।

Creches open in police stations
থানায় ক্রেসের ব্যবস্থা গুজরাত পুলিশের

By

Published : Apr 25, 2020, 2:54 PM IST

আহমেদাবাদ, 25 এপ্রিল : কোরোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করে চলেছেন পুলিশকর্মীরা । রাস্তায় নেমে প্রতিমুহূর্তে মানুষকে সচেতন করে চলেছেন । এই পরিস্থিতিতে নিজেদের সন্তানদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেক মহিলা পুলিশকর্মীকে । কারণ ছোটো হওয়ায় বাড়িতে থাকতে চাইছে না তারা । তাই যেসব মহিলা পুলিশকর্মী এই সময় কাজ করছেন তাঁদের সন্তানদের জন্য ক্রেসের ব্যবস্থা করল গুজরাত পুলিশের হাউজ়িং বোর্ড ।

পুলিশ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলায় অনেক মহিলা পুলিশ অফিসারদের সন্তানকে কোলে নিয়ে কাজ করতে দেখা গেছে । সম্প্রতি আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা পুলিশকর্মীকে আহমেদাবাদে কাজ করতে দেখা যায় । এই বিষয়গুলি মাথায় রেখেই রাজ্যের সমস্ত থানায় ও দপ্তরগুলিতে মহিলা পুলিশকর্মীদের সন্তানদের জন্য ক্রেসের ব্যবস্থা করা হয়েছে । এমনকী, ভবিষ্যতে যেসব নতুন থানা তৈরি হবে সেখানেও মহিলা পুলিশকর্মীদের সন্তানদের জন্য ক্রেসের ব্যবস্থা করা হবে ।

অন্যদিকে এই গরমের মধ্যে লকডাউন সফল করতে গিয়ে যাতে অসুস্থ না হয়ে পড়েন তাই মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের দিনের বেলায় মিলিটারি টুপি পরার অনুমতি দেওয়া হয়েছে । পুলিশের তরফে জানানো হয়েছে, পশমের বা সুতির কাপড়ের তৈরি টুপি পরে এই গরমে কাজ করতে অত্যন্ত অসুবিধা হয় পুলিশকর্মীদের । তাই তাঁদের মিলিটারি টুপি পরে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, লকডাউন ও কারফিউ সফল করতে হটস্পট এলাকায় কর্মরত স্বাস্থ্য ও পুলিশ দপ্তরের প্রায় 30 জন কর্মীর রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । পুলিশের কাজের প্রতি দক্ষতার জন্য রাজ্যে নতুন কোরোনা আক্রান্তের সংখ্যা কমেছে । 23 এপ্রিল পর্যন্ত গুজরাতে 2500 কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । যার মধ্যে 1500 জন আহমেদাবাদের ।

ABOUT THE AUTHOR

...view details