দিল্লি, 24 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে পৌঁছানোর আগেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি ও সংলগ্ন এলাকা । নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে আজ সকাল থেকেই ঝমেলা শুরু হয় মৌজপুর, ভজনপুর, জাফরাবাদ ও গোকুলপুরিতে । প্রতিবাদের মাঝেই দিল্লির মৌজপুরে মৃত্যু হল এক পুলিশকর্মী সহ চারজনের ।
আজ সকাল থেকেই উত্তর দিল্লি সংলগ্ন তিন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । CAA-র পক্ষে থাকা ও বিপক্ষে থাকা আন্দোলনকারীরা নিজেদের মধ্যে ইট-পাথর ছুড়তে শুরু করে । আগুন লাগিয়ে দেয় বেশকিছু দোকান, অটো ও রিকসায় । পরিস্থিতি সামাল দিতে গিয়ে নামে পুলিশ । ফাটায় কাঁদানে গ্যাসের সেল । কিন্তু উলটে পুলিশকেই লক্ষ্য করে গুলি ছোড়ে আন্দোলনকারীরা । যাতে মৃত্যু হয় রতন লাল নামে এক হেড কনস্টেবলের । তবে, গুলিবিদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয় ।