পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইন্ডোর-আউটডোর গেমস থেকে কোরোনা সংক্রমণ! সচেতনতার বার্তা পুলিশের - coronavirus

লকডাউনে যেকোনও ইন্ডোর বা আউটডোর গেমস থেকে ছড়াতে পারে কোরোনা । তাই সকলকে যেকোনও খেলা থেকেই দূরে থাকতে বারণ করা হচ্ছে পুলিশের তরফে ।

কোরোনা
কোরোনা

By

Published : Apr 29, 2020, 6:04 PM IST

রাচাকোন্দা (তেলাঙ্গানা), 29 এপ্রিল : লকডাউনে কোনও কাজ নেই । বাইরে বেরোনোরও কোনও সুযোগ নেই । বাড়িতে সারাদিন চুপচাপ বসে থাকাও অসম্ভব । তাই শিশু থেকে বয়স্ক সকলেই ক্যারম, দাবা, পোকারের মতো ইন্ডোর গেমস বা ব্যাডমিন্টনের মতো আউটডোর গেমস খেলে সময় কাটাচ্ছেন । তবে, এই সমস্ত গেম খেলতে গেলেও সচেতন হতে হবে বলে জানাল পুলিশ । বিশেষত, প্রতিবেশীদের সঙ্গে খেলার সময় বেশি সচেতন থাকতে হবে । পুলিশের তরফে এ জাতীয় খেলায় নিষেধ করা হচ্ছে মানুষকে ।

সম্প্রতি তেলাঙ্গানার সূর্যপেতার বাসিন্দা এক মহিলার সঙ্গে এরকমই একটি গেম খেলার সময় 31জন সংক্রমিত হয়েছেন । অন্য আর একটি ঘটনায়, পোকার গেম খেলার সময় এক লরিচালকের শরীর থেকে কোরোনা সংক্রমিত হয় অনেকজনের শরীরে । এই কারণে, চারজনের বেশি একসঙ্গে কোনওরকম গেম খেলতেই বারণ করা হচ্ছে পুলিশের তরফে । কেউ যদি কোরোনা আক্রান্ত হয়ে থাকেন, তাঁর সঙ্গে গেম খেলার সময় বোর্ড স্পর্শ করলে, ক্যারমের গুটি ধরলে বা পোকার কার্ডে হাত দিলেও অন্যদের শরীরে কোরোনা সংক্রমণ হতে পারে । অন্যদিকে আউটডোর গেমসের ক্ষেত্রেও তাই ।

যদিও একই পরিবারের সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ইন্ডোর গেম খেলতে পারেন । তবে, প্রতিবেশীদের সঙ্গে কোনওরকম গেম খেলা বিপজ্জনক বলেই মনে করছে পুলিশ । বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা কমপ্লেক্সের ছাদে এধরনের জমায়েতের ফলে বিপদে পড়তে হতে পারে বলে আশঙ্কা পুলিশের ।

রাচাকোন্ডা থানার পুলিশ কমিশনার মহেশ ভাগবত বলেন, "দলবদ্ধ খেলা ও আউটডোর গেমগুলো বিপদ ডেকে আনতে পারে । এই ধরনের কাজকর্মের ফলে আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে কোরোনা সংক্রমণ ছড়াতে পারে ।" তিনি সামাজিক দূরত্বকে আরও বেশি গুরুত্ব দিতে বলেন ।

ABOUT THE AUTHOR

...view details