বেঙ্গালুরু, 24 এপ্রিল : লকডাউনের নিয়ম অমান্য করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন বেশ কয়েকজন । তাঁদের পাকড়াও করে এক অভিনব শাস্তি দিল পুলিশ । চটের বস্তার তৈরি PPE আর মাস্ক পরানো হল ওই লকডাউন অমান্যকারীদের । কর্নাটকের কোপ্পাল জেলার অশোকা সার্কেলের ঘটনা ।
দিন দিন বাড়ছে কোরোনা সংক্রমণ। মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই আবার বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । কেউ যাতে অযথা বাড়ি থেকে না বের হন, সেজন্য প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হচ্ছে । কিন্তু তাও হুঁশ ফেরেনি অনেকের । লকডাউনের মাঝেই কর্নাটকের কোপ্পাল জেলার অশোকা সার্কেলে বেশ কয়েকজনকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল । তড়িঘড়ি তাঁদের পাকড়াও করে পুলিশ । তারপর চটের বস্তার তৈরি PPE আর মাস্ক পরানো হয় তাঁদের ।