লাহোর, 23 এপ্রিল : ধর্ষণ ও খুনে অভিযুক্ত চার জনের মৃত্যু পুলিশি এনকাউন্টারে ৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশের সঙ্গে এই এনকাউন্টার হয় ৷ বুধবার রাতে এই এনকাউন্টার করা হয় ৷ উ্মের ও আব্বাস নামের দুই ব্যক্তি ফয়জ়লাবাদে একটি 5 বছর বয়সি শিশুকে অপহরণ করে ৷ লাহোর থেকে প্রায় 150 কিমি দুরে ফয়জ়লাবাদ ৷ বাড়ির উঠোনে খেলার সময় তাকে অপহরণ করে অভিযুক্তরা ৷ এরপর পুলিশে অভিযোগ দায়ের করে ওই শিশুর পরিবার ৷
লাহোরে শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় 4 অভিযুক্তের মৃত্যু এনকাউন্টারে - Police in Pakistan's Punjab province shot dead four suspects of rape and murder of a five-year-old boy
ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যু ৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পুলিশের সঙ্গে এনকাউন্টার হয়৷
জানা গেছে, এরপর ওই শিশুটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ৷ ওই দুই অভিযুক্তের সঙ্গে ছিল আরও দুই সাগরেদ ৷ এরপর ওই শিশুটিকে তারা হত্যা করে দেহ ফেলে রেখে যায় ফাঁকা মাঠে ৷ এই নৃশংস ঘটনা নজরে আসে পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর ৷ তিনি ঘটনার তদন্তের কথা বলেন ফয়জ়লাবাদ পুলিশকে ৷ তৈরি করা হয় স্পেশাল টিম ৷ তদন্তে নেমে ওই 4 অভিযুক্ততে ধরে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা ঘটনার কথা স্বীকার করে ৷
পুলিশ জানিয়েছে, গতকাল ঘটনাস্থানে ওই অভিযুক্তদের নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তখনই হঠাৎ আট জনের একটি দল পুলিশের উপর হামলা করে ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ ওই দুষ্কৃতীদের মধ্যে গুলি বিনিময় চলে ৷ এরপর ঘটনাস্থানে গুলিবিদ্ধ মারা যায় ওই 4 অভিযুক্ত ৷ অন্য আট দুষ্কৃতী কোনওভাবে পালিয়ে যায় ৷ ঘটনায় পুলিশ ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ওই শিশুটির বাবা ৷