কোচি, 6 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ সমস্ত পরিষেবা । বন্ধ দোকানপাট । কোরোনা আতঙ্কের মাঝেই অত্যাবশকীয় পণ্যের দোকানে লম্বা লাইন দিয়ে ঘরের জন্য খাবার মজুত করছেন মানুষজন । এই পরিস্থিতিতে পোষ্যর রোজকার খাবার জোগানো রীতিমতো চিন্তার বিষয় । কিন্তু পোষ্য বিড়ালটিকে বাঁচাতে হবে তো । তাই লকডাউনের জারিজুরি উপেক্ষা করেই বেরিয়ে পড়েন কেরালার এই ব্যক্তি । কিন্তু পথে পুলিশের বাধা । সমস্ত পরিস্থিতির বিবরণ দিয়েও কোনওরকম সুবিধে করতে পারেননি তিনি । নিজেদের সিদ্ধান্তেই অনড় ছিল পুলিশ। পোষ্যর খাদ্য জোটাতে, সঠিক বিচার চেয়ে এবার কেরালা হাইকোর্টের দ্বারস্থ হলেন পোষ্যর মালিক ।
কোচির মারাদুর ওই বাসিন্দা এন প্রকাশ জানান, তাঁর বিড়ালের জন্য মিও পার্সিয়ান নামে একটি খাবার পাওয়া যায়। বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে কাদাবানথ্রা এলাকায় পোষ্যদের হাসপাতাল থেকে সেই খাবার আনতে গেছিলেন তিনি । কিন্তু শেষমেশ তা আর আনা গেল না ।