মুম্বই, 9জুন :2.91কোটি ভারতীয়ের তথ্য ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে ৷ সেগুলিকে বিক্রিও করাহচ্ছে ৷ আজ এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল মহারাষ্ট্র সাইবার বিভাগ ৷ তাদেরদেওয়া রিপোর্টে বলা হয়েছে, 2.91কোটি ভারতীয়ের সমস্ত তথ্য পার্সোনাল ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে ৷যাঁরা বিভিন্ন ওয়েবসাইটে চাকরির জন্য আবেদন জানিয়েছিলেন,তাঁরাই রয়েছেন এই2.90কোটি ভারতীয়েরমধ্যে ৷ সন্দেহজনক ওয়েবসাইটগুলিকে স্ক্যান করা শুরু করলে এই তথ্য চুরির ঘটনাটিপ্রকাশ্যে আসে ৷ তারপরই তদন্ত শুরু করে মহারাষ্ট্র সাইবার পুলিশ ৷ এই কাজের পিছনেকারা রয়েছে,বা এই তথ্যগুলি কোথায় ব্যবহার করা হচ্ছে,সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
লকডাউনের জেরে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে ৷ এই মানুষগুলিই নতুনকরে চাকরি পাওয়ার আশায় বিভিন্ন ওয়েবপোর্টালে বহু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছেন ৷মহারাষ্ট্র সাইবার পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী,ওয়েবসাইটগুলিতে নাম,রাজ্য,ইমেল আইডি,ফোন নম্বর,আধার কার্ডের সঙ্গে সম্পর্কিত বহুস্পর্শকাতর তথ্যও দেওয়া থাকে ৷
মহারাষ্ট্র সাইবার পুলিশেরIGযশস্বি যাদব বলেন, "এটা সাইবারক্রাইম ৷এটি শাস্তিযোগ্যও ৷ ইন্টারনেটে99শতাংশ ডার্ক নেট রয়েছে ৷ যেখানে গুগল,ইউটিউব মাত্র0.4শতাংশে রয়েছে ৷কিছু ফিশিং ওয়েবসাইটে এই তথ্যগুলি ফাঁস হয়েছে ৷ বর্তমানে এগুলি ডার্ক নেটে উপলব্ধরয়েছে ৷"
বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার জন্য কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?
1.যখনই কোনও ওয়েবসাইটে আপনি চাকরির জন্য আবেদন করবেন,সেখানে কখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওক্রেডিট বা ডেবিট কার্ডের বিস্তারিত বিবরণ দেবেন না ৷