পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন, 9 মাস বাদে গ্রেপ্তার মহিলা - murder due to extra marital affair

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করেছিল মহিলা । নয় মাস পর গ্রেপ্তার করা হল স্ত্রীকে । পুলিশ তদন্তে নামলেও এতদিন পর্যাপ্ত তথ্য পাচ্ছিল না ।

murder
সুধা

By

Published : May 15, 2020, 2:54 PM IST

কুড্ডালোর, 15মে: স্বামীকে নয় মাস আগে খুনের দায়ে গ্রেপ্তার করা হল মহিলাকে । এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল ওই মহিলার । ওই ব্যক্তির সঙ্গে বিয়ের পরিকল্পনাও হয়েছিল । সেই কারণে স্বামীকে খুনের ছক কষে মহিলা । খুনের পর পেট্রল দিয়ে দেহ জ্বালিয়ে দেয় । এরপর কেটে গেছে নয় মাস । তদন্তে নামে পুলিশ । কিন্তু ওই ব্যক্তিকে কে বা কারা খুন করল তার কোনও কূলকিনারা মিলছিল না । অবশেষে মৃত ব্যক্তির স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ।

গতবছরের 13 জুলাই কুড্ডালোর জেলার ভিরুথাছালাম গ্রামের কাছে কাজু ক্ষেতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পোড়া দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য ভিরুথাছালাম সরকারি হাসপাতালে পাঠানো হয় । এরপরেই জেলা সুপারইনডেন্ট অফ পুলিশের নির্দেশে শ্রী অভিনবকে ঘটনার তদন্তের ভার দেওয়া হয় । তদন্ত শুরু হওয়ার পর কোনও কূলকিনারা খুঁজে পাচ্ছিল না পুলিশ । বোঝা যাচ্ছিল কে বা কারা এই খুনের পিছনে জড়িত । এরপরেই কেসে সাহায্যকারী কিছু তথ্য পুলিশের হাতে আসে ।

14 বছর আগে কুড্ডালোর-পূর্ব রামাপুরামের বাসিন্দা শঙ্করাপাণির ছেলে শ্রীধরনের বিয়ে হয় সুধার সঙ্গে । আগে থেকে দু'জনের মধ্যে প্রণয় জনিত সম্পর্ক ছিল । দুই ছেলেও রয়েছে । নাম মোহন (13) ও পারাণি (9) । ছুটির দিনে শ্রীধরন তাঁর বন্ধু শিবরাজকে বাড়িতে নিয়ে আসতেন । এরপরেই সুধা, শিবরাজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে । এই সম্পর্কের কথা জানতে পারেন গ্রামবাসীরা । তাঁরা বিষয়টি শ্রীধরনকে জানান । কিন্তু প্রথম দিকে শ্রীধরন বিষয়টিতে আমল দেননি । কারণ বন্ধু শিবরাজকে তিনি খুবই বিশ্বাস করতেন । ধীরে ধীরে দু'জনের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে । ঘনিষ্ঠতা বাড়ে । বিয়ের পরিকল্পনাও হয় । একদিন শ্রীধরন বাড়িতে স্ত্রীকে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে শিবরাজের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে দেখেন । এরপরেই শিবরাজ ও সুধা দু'জন মিলে শ্রীধরনকে আক্রমণ করে । তাঁকে প্রচণ্ড জোরে আঘাত করা হয় । মৃত্যু হয় শ্রীধরনের । এরপরেই সুধার বোনের গাড়িতে করে শ্রীধরনের দেহ কাজু ক্ষেতে নিয়ে যাওয়া হয় । পেট্রল ঢেলে দেহ জ্বালিয়ে দেয় দু'জন ।

ঘটনার পর সুধা 22 এপ্রিল তিরুপথিরিয়ালিয়ুর থানায় স্বামীর নামে একটি নিঁখোজ ডায়েরি করে । উদ্দেশই ছিল পুলিশের নজর থেকে আড়াল হওয়া । পুলিশ তদন্তে নামলে প্রথমে বুঝতেই পারেনি এই ঘটনার পিছনে সুধাই দায়ি । পরে সমস্ত তথ্য জোগাড় হওয়ার পর আসল ঘটনার মোড় বোঝা যায় । চোখের সামনেই যে অপরাধী রয়েছে তা নজরে আসে পুলিশের । খুনের অভিযোগে গতকাল সুধাকে গ্রেপ্তার করা হয়েছে । বিস্তারিত তদন্তের জন্য তাকে তামিলনাডু পুলিশি হেপাজতে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details