পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 20, 2019, 6:52 PM IST

Updated : Dec 20, 2019, 8:04 PM IST

ETV Bharat / bharat

উত্তপ্ত উত্তরপ্রদেশ, বাহরাইচে লাঠিচার্জ

বাহরাইচ সহ উত্তপ্রদেশের অন্তত ছয়টি জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । দফায় দফায় চলছে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । বৃহস্পতিবার লখনউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির । আজ মেরঠে এক বিক্ষোভকারীর মৃত্যু হয় ৷ অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর ৷

UP
উত্তরপ্রদেশ

লখনউ, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে বাড়তে থাকা বিক্ষোভকে দমনের চেষ্টা করছে পুলিশ । আজ মেরঠে বিক্ষোভের সময় মৃত্যু হয় এক ব্যক্তির ৷ অভিযোগ, পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে ৷ এদিকে, বাহরাইচে প্রতিবাদকারীদের উপর চলে লাঠিচার্জ । পুলিশের লাঠির আঘাতে জখম হন একাধিক বিক্ষোভকারী ।

বাহরাইচ সহ উত্তপ্রদেশের অন্তত ছয়টি জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । দফায় দফায় চলছে বিক্ষোভ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল । পাল্টা আক্রমণ আসে বিক্ষোভকারীদের থেকেও । পুলিশের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ে তারা । বাহরাইচ, মুজ়াফ্ফরনগর , বুলন্দশহর , গোরখপুর, ফিরোজ়াবাদ , আলিগড়, ফারুখাবাদ জেলায় আজ বিক্ষোভের খবর পাওয়া গেছে ।

বাহারআইচে বিক্ষোভস্থানে পুলিশ...(ছবি সৌজন্য - ANI)

গোরখপুরে আজ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ । একটি সরু গলির একপ্রান্তে দাঁড়িয়েছিল তারা । গলির অন্যপ্রান্তে দাঁড়িয়েছিল পুলিশ । পুলিশের উদ্দেশে চিৎকার করছিল বিক্ষোভকারীরা । পুলিশকে লক্ষ্য করে পাথর-ইট ছুড়তে থাকে । প্রথমে পুলিশ সেইভাবে সাড়া না দিলেও এরপর রাস্তায় পড়ে থাকা পাথর বিক্ষোভকারীদের দিকে ছুড়ে দেয় তারা ।

উত্তরপ্রদেশের পশ্চিম অংশে বুলন্দশহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলে । গাড়িতে আগুন লাগায় বিক্ষোভকারীরা । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । মুজ়াফ্ফরনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে 144 ধারা ।

মুজাফ্ফরপুরে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ... (ছবি সৌজন্য - ANI)

বৃহস্পতিবার লখনউয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত্যু হয় এক ব্যক্তির । জখম অবস্থায় বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে । সেখানেই মৃত্যু হয় তাঁর । পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও অভিযোগ স্বীকার করেনি পুলিশ । গতকাল লখনউ ও হাসানগঞ্জে দফায় দফায় চলে বিক্ষোভ । বাইক, গাড়ি, বাস সহ একাধিক যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা । পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে । পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । গুলিও চালায় বলে অভিযোগ । গুলিতে কয়েকজন বিক্ষোভকারী জখম হন । তাঁদের ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে । সেখানেই পরে একজনের মৃত্যু হয় । তাঁর নাম-পরিচয় জানা যায়নি । উত্তরপ্রদেশের DGP ও পি সিং বলেন, "নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে । আমাদের তরফ থেকে গুলি চালানো হয়নি । আমি জানি না, কীভাবে মারা গেছে । আমার মনে হয়, এই মৃত্যুর সঙ্গে পুলিশ জড়িত নয় ।" অশান্তি ছড়িয়েছিল লখনউয়ের অন্যান্য এলাকায় । অশান্তি এড়াতে বন্ধ রয়েছে কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ।

বুলন্দশহরে গাড়ি পোড়ান বিক্ষোভকারীরা (ছবি সৌজন্য - ANI)

উল্লেখ্য , নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ যে বিক্ষোভ উত্তরপ্রদেশে চলছে তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তিনি আজ রীতিমত হুমকি দিয়ে বলেন , "প্রতিবাদের নামে যারা ভাঙচুর করেছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না ৷ গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই ৷ CAA-র প্রতিবাদের নামে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বামেরা হিংসা ছড়িয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে ৷ তারা গোটা দেশে আগুন লাগাচ্ছে ৷ লখনউ ও সম্ভলপুরে হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷ যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের চিহ্নিত করা হবে ও তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণের চেষ্টা করবে সরকার ৷"

Last Updated : Dec 20, 2019, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details