পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিকাশ দুবের স্ত্রী ও ছেলে গ্রেপ্তার - দুষ্কৃতী বিকাশ দুব

দুষ্কৃতী বিকাশ দুবের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করল লখনউয়ের কৃষ্ণানগর থানার পুলিশ ৷

bikash dubey wife and son
কৃষ্ণানগর থানা

By

Published : Jul 9, 2020, 9:40 PM IST

লখনউ, 9 জুলাই : 8 জন পুলিশকর্মী হত্য়ায় অভিযুক্ত বিকাশ দুবের স্ত্রী রিচা দুবে, তার ছেলে এবং পরিচারককে গ্রেপ্তার করল লখনউয়ের কৃষ্ণানগর থানার পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, বিকাশ দুবের স্ত্রী রিচা কৃষ্ণানগরে তাঁর পরিচিত একজনের বাড়িতে ছিলেন ৷ যদিও এই বিষয়ে কৃষ্ণানগর থানার পুলিশের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

3 জুলাই কানপুরে দুষ্কৃতী বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশ ৷ তার গ্রামে পুলিশ পৌঁছালে বিকাশ ও তার দলবল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্রসহ আট পুলিশকর্মীর ঘটনাস্থানেই মৃত্যু হয় ৷ তারপর থেকেই বিকাশ দুবে গা ঢাকা দেয় ৷ তার খোঁজে রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ৷ অন্য রাজ্যেও পুলিশ খোঁজ শুরু করে ৷ তাকে ধরার জন্য বিকাশের ছবি কানপুরের একাধিক জায়গায় লাগানো হয় ৷ 6 দিনের মাথায় আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর শিব মন্দির থেকে বিকাশকে গ্রেপ্তার করে পুলিশ ৷

স্ত্রী রিচা দুবে ও তার ছোটো ছেলের খোঁজেও পুলিশ তল্লাশি শুরু করে ৷ কৃষ্ণানগর থানার পুলিশ গ্রেপ্তার করে বিকাশের স্ত্রী ও ছেলেকে ৷

ABOUT THE AUTHOR

...view details