দিল্লি, 14 জুন : পাকিস্তান অধিকৃত কাশ্মীর খুব তাড়াতাড়ি ভারতের অধীনে আসতে চাইবে । যেদিন এটা হবে সেদিন সংসদের লক্ষ্য পূরণ হবে । ‘জম্মু জন সংবাদ সভা’ থেকে ভিডিয়ো কনফারেন্সে জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ‘জম্মু জন সংবাদ সভা’য় বক্তৃতা দেন । তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত কয়েক বছরে জম্মু-কাশ্মীরের ভাগ্য এবং চিত্র সম্পূর্ণ পালটে গেছে । তাঁঁর নেতৃত্বে জম্মু-কাশ্মীর এক নতুন উচ্চতায় পৌঁছবে । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ তা দেখে ভারতের অন্তর্ভুক্ত হতে চাইবেন । যেদিন মানুষ পাকিস্তানের অধীনতা থেকে বেরিয়ে এসে ভারতে যুক্ত হতে চাইবেন সেদিন সংসদের লক্ষ্য পূর্ণ হবে ।” তিনি আরও বলেন, “আগে কাশ্মীরে পাকিস্তান এবং ISIS-এর পতাকা দেখা যেত । ‘কাশ্মীর আজ়াদি’ স্লোগান শোনা যেত । এখন শুধু ভারতের পতাকা দেখা যায় সেখানে । প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে 370 ধারা তুলে নেওয়া মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।”