পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে : বিদেশমন্ত্রী - PoK ভারতের অংশ

পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ভারতের অংশ ৷ আশা করি একদিন তা ভারতের নিয়ন্ত্রণে আসবে ৷ গতকাল এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

বিদেশমন্ত্রী এস জয়শংকর

By

Published : Sep 18, 2019, 4:39 AM IST

Updated : Sep 18, 2019, 5:04 AM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ার চেষ্টা করছে পাকিস্তান ৷ এই অবস্থায় পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে কেন্দ্র আরও একবার জানিয়ে দিল, পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) ভারতেরই অংশ ৷ আর একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

গতকাল সাংবাদিক বৈঠক বিদেশমন্ত্রী জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তোলেন ৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ৷ আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলে বিদেশমন্ত্রী বলেন, "আশা করি একদিন PoK ভারতের নিয়ন্ত্রণে আসবে ৷" এর আগে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও স্পষ্ট করে দিয়েছিলেন, PoK ভারতেরই অংশ ৷ এরপর একই কথা বলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ এবার সেই কথা আরও একবার বললেন বিদেশমন্ত্রী ৷

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি উত্থাপন করেছে পাকিস্তান ৷ প্রতিবারই কড়া জবাব দিয়েছে ভারত ৷ গতকাল পাকিস্তানকে আক্রমণ করে বিদেশমন্ত্রী বলেন, "বিশ্বের অন্য যেকোনও প্রান্তে এমন একটি দেশ দেখান যারা প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসে মদত দেওয়াকে নিজেদের বিদেশনীতি করে নিয়েছে ৷" সীমান্ত সন্ত্রাস বন্ধ করে যতক্ষণ না স্বাভাবিক প্রতিবেশী দেশ হচ্ছে, ততক্ষণ পাকিস্তানকে ভারত চ্যালেঞ্জ হিসেবে দেখবে বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী ৷

Last Updated : Sep 18, 2019, 5:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details