পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পিএম’স কুডনট-কেয়ার-লেস ফান্ড: সংসদে বিদ্রুপ ডেরেকের

ডেরেক ও ব্রায়েনের মন্তব্য, বিশ্বের সব থেকে অস্বচ্ছ ফান্ডের নাম হল "পিএম’স কুডনট-কেয়ার-লেস ফান্ড" ৷

Derek O'Brien
Derek O'Brien

By

Published : Sep 16, 2020, 6:05 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : দেশে কোরোনা পরিস্থিতিতে তৈরি হওয়া সংকট নিয়ন্ত্রণে কেন্দ্রের ব্যর্থতার ইশুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল নেতা ডেরেক ও-ব্রায়েন ৷ আজ সংসদে অধিবেশন চলাকালীন তিনি PM কেয়ারস ফান্ডকে বিদ্রুপ করে বলেন, "পি এম’স কুডনট কেয়ার লেস ফান্ড " ৷

সংসদে দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি বলেন, "রাজ্যের সঙ্গে কাজ করতে গেলে কেন্দ্রের একটু নম্র থাকা প্রয়োজন ৷ গণতন্ত্রকে স্বৈরাচারে পরিণত করতে এই প্যানডেমিক পরিস্থিতিকে ব্যবহার করা উচিত নয় ৷ "

তিনি আরও বলেন, সরকার মাত্র চার ঘণ্টার নোটিশ এবং কোনও প্রস্তুতি না নিয়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিল । তাঁর অভিযোগ, এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেনি সরকার ৷ এরপর তিনি বিদ্রুপ করে বলেন, "বিশ্বের সবথেকে অস্বচ্ছ ফান্ডের নাম হল "পিএম’স কুডনট-কেয়ার-লেস ফান্ড" ৷

উল্লেখ্য, কোরোনার মতো সংকট বা জরুরি পরিস্থিতির মোকাবিলায় মার্চ মাসে প্রধানমন্ত্রী PM কেয়ারস ফান্ড গড়ে তোলেন ৷ বিরোধীরা বারবার এই ফান্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন ৷ PM কেয়ারস ফান্ডের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও সমালোচনা করেন ডেরেক ও-ব্রায়েন ৷

ABOUT THE AUTHOR

...view details