জয়পুর, 15 মে: তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই। এমন হেভিওয়েটের নিরাপত্তারক্ষীদের জন্য গাড়ি থাকবে না? তা আবার হয় নাকি!
তাই নিরাপত্তারক্ষীর জন্য আলাদা গাড়ির দাবিতে ধরনায় বসলেন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার জয়পুর-আজমের জাতীয় সড়কে বাগড়ু থানার সামনে ধরনায় বসেন তিনি।
জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, নিয়ম আনুযায়ী প্রহ্লাদ মোদির জন্য দুইজন নিরাপত্তা রক্ষী ছিল। তারা মোদির সঙ্গে একই গাড়িতে ছিল। নিয়ম মতো গাড়িতেই অন্য আসনে বসেছিল তারা।
কমিশনার জানান, বিষয়টি মেনে নিতে চাননি মোদি। তিনি তাঁর নিরাপত্তারক্ষীদের জন্য আলাদা গাড়ি দাবি করেন। যদিও নিয়ম অনুযায়ী এটা সম্ভব ছিল না। পুলিশের তরফে প্রহ্লাদ মোদিকে বিষয়টি জানানো হলে তিনি প্রতিবাদ করেন। এসকর্ট গাড়ির দাবিতে বাগড়ু থানার সামনে ঘণ্টাখানেক অবস্থান করেন তিনি।