পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 22, 2020, 3:52 PM IST

Updated : Sep 23, 2020, 6:43 AM IST

ETV Bharat / bharat

আজ সাত রাজ্যের সঙ্গে কোরোনা পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রীর

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পঞ্জাব । এই রাজ্যগুলির কোরোনা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

দিল্লি, 22 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতি নিয়ে সাত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সাতটি রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পঞ্জাব । এই রাজ্যগুলির কোরোনা পরিস্থিতি বর্তমানে কেন্দ্রের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । দেশের মোট সক্রিয় কোরোনা আক্রান্তের 63 শতাংশেরও বেশি শুধুমাত্র এই সাত রাজ্যেই রয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট কোরোনায় আক্রান্তের 65.5 শতাংশ এবং মোট কোরোনায় মৃত্যুর 77 শতাংশ এই সাতটি রাজ্যের। এই পরিস্থিতিতে এই রাজ্যগুলির কোরোনা পরস্থিতি নিয়ে আজ পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী ।

কেন্দ্রের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “ পাঁচটি রাজ্যের (মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু) পাশাপাশি সম্প্রতি পঞ্জাব ও দিল্লিতেও কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে । রাজ্যগুলির নিরিখে কোরোনায় মৃত্যুর হার সবথেকে বেশি মহারাষ্ট্র, পঞ্জাব ও দিল্লিতে । এই রাজ্যগুলিতে দুই শতাংশের বেশি কোরোনায় মৃত্যুর হার । দেশের বর্তমানে মোট সংক্রমণের গড় 8.52 শতাংশ । পঞ্জাব ও উত্তরপ্রদেশ ছাড়া বাকি রাজ্য়গুলিতে কোরোনার সংক্রমণের হার দেশের গড় হারের তুলনায় বেশি ।”

আরও পড়ুন :সাত রাজ্যকে পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের

কোরোনা পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে কেন্দ্র । দিল্লি AIIMS-এর সহযোগিতায় স্বাস্থ্য়মন্ত্রক রাজ্যগুলির হাসপাতালে ই-ICU কনসালটেশন পরিষেবা চালু করার ব্যবস্থা করছে । কোরোনা সংক্রমিতদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে যাতে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা থাকে, তা নিশ্চিত করতেই উদ্যোগী হয়েছে কেন্দ্র ।

কিছুদিন আগেই (13 সেপ্টেম্বর) মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলাঙ্গানা, গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশের সঙ্গে বৈঠকে বসেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক । এই সাত রাজ্যকে স্বাস্থ্য পরিষেবার জন্য পর্যাপ্ত অক্সিজেন রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্র । পাশাপাশি, স্বাস্থ্যক্ষেত্রে ব্যবহার্য অক্সিজেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে যাতে নির্বিঘ্নে পাঠানো যেতে পারে, সে-বিষয়েও নিশ্চিত করার কথা বলা হয়েছিল । এক শহর থেকে অন্য শহরে তরল অক্সিজেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রিন করিডর ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়েছিল ওই বৈঠকে ।

Last Updated : Sep 23, 2020, 6:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details