দিল্লি, 22 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতি নিয়ে সাত রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই সাতটি রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পঞ্জাব । এই রাজ্যগুলির কোরোনা পরিস্থিতি বর্তমানে কেন্দ্রের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে । দেশের মোট সক্রিয় কোরোনা আক্রান্তের 63 শতাংশেরও বেশি শুধুমাত্র এই সাত রাজ্যেই রয়েছে ।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট কোরোনায় আক্রান্তের 65.5 শতাংশ এবং মোট কোরোনায় মৃত্যুর 77 শতাংশ এই সাতটি রাজ্যের। এই পরিস্থিতিতে এই রাজ্যগুলির কোরোনা পরস্থিতি নিয়ে আজ পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী ।
কেন্দ্রের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “ পাঁচটি রাজ্যের (মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু) পাশাপাশি সম্প্রতি পঞ্জাব ও দিল্লিতেও কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে । রাজ্যগুলির নিরিখে কোরোনায় মৃত্যুর হার সবথেকে বেশি মহারাষ্ট্র, পঞ্জাব ও দিল্লিতে । এই রাজ্যগুলিতে দুই শতাংশের বেশি কোরোনায় মৃত্যুর হার । দেশের বর্তমানে মোট সংক্রমণের গড় 8.52 শতাংশ । পঞ্জাব ও উত্তরপ্রদেশ ছাড়া বাকি রাজ্য়গুলিতে কোরোনার সংক্রমণের হার দেশের গড় হারের তুলনায় বেশি ।”