পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর জনসমক্ষে চিনা অনুপ্রবেশের সমালোচনা করা উচিত : কপিল সিবাল

আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা কপিল সিবাল প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রীর উচিত জনসমক্ষে চিনের অনুপ্রবেশের সমালোচনা করা এবং তার যোগ্য জবাব দেওয়া। রাজীব গান্ধি ফাউন্ডেশন নিয়ে BJP-র অভিযোগের ভিত্তিতে বলেন, সীমান্ত ইশু থেকে নজর ঘোরাতেই এইসব প্রচেষ্টা চালানো হচ্ছে।

Congress leader kapil sibal
Congress leader kapil sibal

By

Published : Jun 27, 2020, 9:18 PM IST

দিল্লি, 27 জুন : লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনার মাঝেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করল বিরোধী দল কংগ্রেস । LAC নিয়ে প্রধানমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্যের সমালোচনা করে কংগ্রেসের তরফে দাবি করা হয়, প্রধানমন্ত্রী যেন জনসমক্ষে চিনের ভারতীয় জমি অধিগ্রহণের সমালোচনা করেন । আজ একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা কপিল সিবল বলেন, " প্রধানমন্ত্রীকে ধন্দ কাটিয়ে চিনা অনুপ্রবেশের কঠোর সমালোচনা করতে হবে । তিনি জনসমক্ষে এসে কথা বলুন, আমরা সরকারকে সমর্থন করব। "

কপিল সিবাল ভারতীয় রাষ্ট্রদূতের সংবাদ সংস্থাকে দেওয়া বক্তব্যের উদ্ধৃত করে বলেন, রাষ্ট্রদূত জানিয়েছে LAC-তে নিজেদের দিকে পিছু হটে ভারতের এই দ্বন্দ্ব থেকে বিচ্ছিন্ন থাকা উচিত । এছাড়া কয়েকটি স্যাটেলাইট ছবি দেখিয়ে তিনি বলেন, চিন ভারতের বেশ কয়েকটি জায়গায় অনুপ্রবেশ করেছে।

তাঁর কথায়, "প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে বলেছিলেন যে, ভারতে কোনও অনুপ্রবেশ হয়নি এবং কোনও ভারতীয় পোস্টও দখল করা হয়নি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই ব্যবহার করছে চিন । প্রধানমন্ত্রীর অসঙ্গত বক্তব্যের জন্যই তার পদমর্যাদা খর্ব হচ্ছে ।" তিনি আরও বলেন,"প্রধানমন্ত্রী যখন কিছু বলেন, তখন সেই বিষয়ে কোনও প্রশ্ন থাকা উচিত নয়। তবে ঘটনাস্থানের তথ্যের সঙ্গে তার বক্তব্য সামঞ্জস্যপূর্ণ নয় । কোন কারণে তিনি এই ধরনের বক্তব্য রেখেছিলেন ? দেশবাসী ভাববে, তিনি ভারতের অখণ্ডতা রক্ষা করতে পারেননি, সেই কারণেই কি তিনি এই ধরনের বক্তব্য রেখেছিলেন ?"

রাজীব গান্ধি ফাউন্ডেশন নিয়ে BJP-র অভিযোগের ভিত্তিতে কংগ্রেস নেতা কপিল সিবাল বলেন, "চিন রাজীব গান্ধি ফাউন্ডেশন দখল করেনি, কিন্তু অবশ্যই ভারতীয় কিছু অংশ দখল করেছে। তাই প্রধানমন্ত্রীর উচিত সেই বিষয়টির উপর নজর রাখা এবং বাকি বিষয়গুলি সাধারণ মানুষের উপর ছেড়ে দেওয়া। এগুলি সবই সীমান্ত ইশু থেকে নজর ঘোরাতে BJP-র প্রচেষ্টা। "

ABOUT THE AUTHOR

...view details