দিল্লি, 19 ডিসেম্বর : আজ 24 দিনে পড়ল কৃষকদের আন্দোলন । রাজধানীর সীমান্তের বাইরে লাগাতার অবস্থান প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন কৃষকরা । প্রধানমন্ত্রী গতকালই মধ্যপ্রদেশের কৃষকদের সঙ্গে কথা বলেছিলেন । হাত জোড় করে আবেদন করেছিলেন । কৃষকদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন । আজ আরও একবার সেই একই কথা শোনা গেল প্রধানমন্ত্রীর কথায় । বললেন, "সরকার ছয় মাস আগে যে সংস্কার এনেছে, তাতে ইতিমধ্যেই কৃষকরা উপকৃত হতে শুরু করেছেন ।"
এক বাণিজ্যিক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, বিগত ছয় বছরে ভারত বিনিয়োগের জন্য বিশ্বের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠেছে । প্যানডেমিক চলাকালীন রেকর্ড পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বা এফপিআই এসেছে । এটাই প্রমাণ করে যে ভারতের উপর বিশ্বের আস্থা রয়েছে ।