পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সেতুর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি চতুর্থ শ্রেণির ছাত্রীর - Prime Minister

চতুর্থ শ্রেণির ছাত্রী এম আর অতুল্য মলপ্পুরম জেলার বাসিন্দা। সে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তাদের সমস্যার কথা তুলে ধরেছে ।

prime-minister-s-response-to-kerala-girl-s-letter-a-bridge-will-be-built-across-river-kalakkam-puzha
সেতুর দাবিতে চতুর্থ শ্রেণির ছাত্রীর চিঠি মোদিকে, নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর দপ্তরের

By

Published : Dec 27, 2020, 3:14 PM IST

মলপ্পুরম(কেরালা), 27 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে খবরের শিরোনামে উঠে এল কেরালার চতুর্থ শ্রেণির ছাত্রী এম আর অতুল্য। মলপ্পুরম জেলার বাসিন্দা ওই ছাত্রী চায় যে কালাক্কাম নদীর উপর একটি সেতু তৈরি করা হোক। সেই কারণেই সে চিঠি লেখে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর দপ্তরও সেই চিঠির প্রাপ্তিস্বীকার করেছে। আর দ্রুত পদক্ষেপ করে স্থানীয় কর্তৃপক্ষকে ওই সেতু নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে জে এস জলিল নামে একজন পঞ্চায়েত জুনিয়র সুপারিন্টেডেন্ট ও বিজি নামে এক কর্মী ওই এলাকায় যান এবং একটি রিপোর্ট তৈরি করতে বলেন। এই সেতুর দাবি দীর্ঘ কয়েক দশকের। এর জন্য ওই এলাকায় স্বাস্থ্য ও শিক্ষা পরিস্থিতিতে প্রভাব পড়ে।

এম আর অতুল্য নামের ওই ছাত্রী প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তাদের সংকটের কথা তুলে ধরেছে । পাশাপাশি 2019 সালের বন্যায় কী কী ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সেকথাও তুলে ধরেছে সে । চিঠিতে সে লিখেছে, "এখানকার বাসিন্দাদের স্কুল, চার্চ, বাজারে যাওয়ার জন্যও নদী পার করতে হয়। বর্ষার সময় শহরে যাওয়া খুব কঠিন হয়ে যায়।"

পশ্চিমঘাট পর্বত থেকে বেরিয়ে মারুতা নদী দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। তার পর মিশেছে কালাক্কম নদীতে। ফলে বর্ষার সময় ওই এলাকা বিচ্ছিন্ন হয়ে যায়। এখন যে সেতু আছে, তা বর্ষার সময় জলের তলায় চলে যায়। ফলে নদী পার করতে সমস্যার মুখে পড়তে হয় ওই এলাকার বাসিন্দাদের ।

আরও পড়ুন:দেশি খেলনার বিক্রি বাড়ছে, মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলি ওই এলাকার সমস্যার সমাধান করতে এখনও কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। সেই কারণে ওই ছোট্ট মেয়েটি নিজের উদ্যোগেই প্রধানমন্ত্রীকে চিঠি লেখে। সে চুংতারা ক্যামেলগিরি ইংলিশ মিডিয়াম হাই স্কুলে পড়ে। মেয়ের চিঠি এভাবে গুরুত্ব পাওয়ায় আপ্লুত তার বাবা ড. রামকুমাপ ও মা রেখা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details