পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমরা কি পরমাণু অস্ত্র দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ? পাকিস্তানকে পালটা মোদির

নরেন্দ্র মোদি বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"

নরেন্দ্র মোদি

By

Published : Apr 22, 2019, 7:59 AM IST

Updated : Apr 22, 2019, 12:54 PM IST

বারমের (রাজস্থান), 22 এপ্রিল : নির্বাচনী প্রচারে ফের একবার বালাকোট হামলার প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদি । সেইসঙ্গে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন । গতকাল রাজস্থানের বারমেরে সভা করেন মোদি । সেখানে তিনি জনতার উদ্দেশে প্রশ্ন করেন, "আমরা কি পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে ঠিক কাজ করেছি ?" সমস্বরে উত্তর আসে, "হ্যাঁ ।"

মোদি বলেন, "পাকিস্তানের হুমকির কাছে ভারত মাথানত করবে না । ওরা প্রত্যেকদিন বলে ওদের হাতে পরমাণু অস্ত্র আছে । আমাদের তাহলে কী আছে ? আমরা কি ওগুলো দিওয়ালির জন্য বাঁচিয়ে রেখেছি ?"

তিনি আরও বলেন, "পাকিস্তানকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমাদের পাইলটের সঙ্গে কিছু হলে বিশ্বকে বলতে শুরু করবেন মোদি কী করেছে আপনাদের সঙ্গে । " অ্যামেরিকার এক আধিকারিকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "ওরাই তো বলেছে, দ্বিতীয় দিনে (অভিনন্দনকে আটকে রাখার পর) মোদি 12টি মিজ়াইল তৈরি রেখেছিল । পরিস্থিতিও খারাপ হচ্ছিল । পাকিস্তান এরপরই ঘোষণা করে পাইলটকে ছেড়ে দেওয়া হবে । নাহলে ওদের কাছে মৃত্যুর রাত হত । এটা অ্যামেরিকা বলেছে । আমি এবিষয়ে আর কিছু বলতে চাই না । যখন সময় আসবে সব বলব ।"

14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-এর কনভয়ে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ । শহিদ হন 40 জওয়ান । কিছুদিন পর প্রত্যাঘাত করে ভারতও । হামলা চালানো হয় বালাকোটের জঙ্গিঘাঁটিতে । পরেরদিন ভারতের আকাশে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানের F-16 যুদ্ধবিমান । ভারতীয় বায়ুসেনা তাদের আটকে দেয় । অভিনন্দন বর্তমান একটি F-16 যুদ্ধবিমানকে ধ্বংসও করেন । পরে তিনি পাকিস্তানের হাতে বন্দী হন । দু'দিন পর কূটনৈতিক চাপে পড়ে তাঁকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান ।

Last Updated : Apr 22, 2019, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details