পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর ভাইঝির নগদ টাকা, মোবাইল ফোন ছিনতাই দিল্লিতে - delhi robbery

প্রধানমন্ত্রীর ভাইঝির নগদ টাকা, মোবাইল ফোন ছিনতাই

প্রধানমন্ত্রীর ভাইঝির নগদ টাকা, মোবাইল ফোন ছিনতাই দিল্লিতে

By

Published : Oct 12, 2019, 6:35 PM IST

দিল্লি, 12 অক্টোবর : সম্প্রতি দিল্লির বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের অভিযোগ এসেছে ৷ এবার রেহাই পেলেন না স্বয়ং প্রধানমন্ত্রীর ভাইঝিও ৷ ছিনতাই হল নগদ টাকা, মোবাইল ফোনও, জরুরি নথি সহ ওয়ালেটও ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিনতাইয়ের ঘটনা ঘটে ৷

গত শনিবার, দময়ন্তী বেন মোদি দিল্লির একটি পুলিশ স্টেশনে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ৷ বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা ৷ গুজরাতি সমাজ ভবনের সামনে তাঁর পয়সা ব্যাগটি নিয়ে চম্পট দেয় তারা ৷ শনিবার সকালে অমৃতসর থেকে দিল্লি ফিরছিলেন দময়ন্তী ৷ গুজরাতি সমাজ ভবনে তাঁর ঘর ঠিক করা ছিল আগে থেকেই ৷ হোটেলে পৌঁছানোর মুখেই ছিনতাইকারীরা হামলা চালায় ৷

দময়ন্তী অভিযোগে জানিয়েছেন, প্রায় 56 হাজার টাকা নগদ, দুটি মোবাইল ফোন ও ব্যাগে জরুরি নথি ছিল তাঁর ৷ ছিনতাইবাজরা এগুলি হাতিয়ে নিয়েছে ৷ শনিবার সন্ধ্যায় উড়ান থাকলেও তাঁর কাছে কোনও নথি ছিল না, অভিযোগে একথা জানান প্রধানমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details