গান্ধিনগর, 28 জানুয়ারি : গুজরাটের গান্ধিনগরে আজ তৃতীয় গ্লোবাল পটাটো কনক্লেভ অনুষ্ঠিত হচ্ছে ৷ গ্লোবাল পটাটো কনক্লেভে ভিডিয়ো বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রথমবার দিল্লির বাইরে আয়োজিত হচ্ছে এই সম্মেলন ৷ গুজরাট যেভাবে আলু চাষে বাকি রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে সেই বার্তাও তুলে ধরেন নরেন্দ্র মোদি ৷ বিশ্বের বাজারে ভারতীয় কৃষকদের আরও লাভবান করার জন্য উদ্যোগী হতে কৃষি গবেষকদের কাছে আবেদন করেন প্রধানমন্ত্রী ৷ কম জলেও ভালো ফলন দেবে এমন বীজ প্রস্তুতির দিকে জোর দেওয়ার জন্যও গবেষকদের অনুরোধ করলেন তিনি ৷
কৃষি প্রযুক্তির স্টার্ট আপে বাড়তি নজর : মোদি - ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন
আগামী পাঁচ বছরে 10 হাজার ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন (FPO) গঠন করা হবে ৷ নজর দেওয়া হচ্ছে কম দামে বেশি ফলনশীল বীজ প্রস্তুতিতেও ৷
6 কোটি কৃষকের ব্যাঙ্কের খাতায় মোট 12 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ উপভোক্তারা যাতে সরাসরি কৃষকেদের থেকে পণ্য কিনতে পারে সেই দিকেও নজর দিচ্ছে সরকার ৷ এবিষয়ে রাজ্য সরকারগুলিকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী ৷ কৃষকরা যাতে তাদের চাষের সামগ্রী সহজেই সরাসরি বাজারে বিক্রি করতে পারে, সেই জন্য ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশনের ব্যবস্থা করা হচ্ছে ৷ আগামী পাঁচ বছরে 10 হাজার ফারমার প্রোডিউসার অর্গানাইজ়েশন (FPO) গঠন করার আশ্বাসও দেন তিনি ৷
কৃষি-প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট আপের দিকেও কেন্দ্র বাড়তি নজর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ কম দামে উচ্চ ফলনশীল বীজ প্রস্তুতির দিকেও জোর দিতে বলেন তিনি ৷ আগামী দিনে যাতে কেউ অপুষ্টিতে না ভোগেন, সেই দিকেও সরকার অতিরিক্ত নজর দিচ্ছে বলে জানান নরেন্দ্র মোদি ৷